ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীসহ বাবা-বোনকে পেটাল বখাটেরা

প্রকাশিত: ০৪:১১, ৫ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীসহ বাবা-বোনকে পেটাল বখাটেরা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ মার্চ ॥ লক্ষ্মীপুরের কমলনগরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণীর ছাত্রী রেশমা আক্তার, তার বাবা ও বোনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে হাজিরহাট মিল্লাত একাডেমী সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী রেশমা হাজিরহাট মিল্লাত একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্রী ও চর জাঙ্গালীয়া গ্রামের কৃষক নুরুল আমিনের মেয়ে। রেশমা ও তার বাবা নুরুল আমিনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোন-মারজাহান বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আটকরা হচ্ছেন, চর জাঙ্গালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে আবদুল খালেক (২৮), আবদুর রহিম (২৬) ও একই এলাকার আহসানের ছেলে মনির হোসেন (২২)। রেশমার মা হোসনে আরা বেগম বলেন, রেশমা বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কবরস্থান এলাকায় পেঁৗঁছালে পাশের দোকানে থাকা স্থানীয় চার যুবক খালেক, রহিম, মনির ও তুহিন অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। ইউএস-বাংলার ডিপার্চার কার্ড সার্ভিস চালু স্টাফ রিপোর্টার ॥ কম্পিউটারাইজড ডিপার্চার কার্ড সার্ভিস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বহির্গমন যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস ইস্যু করার পর কম্পিউটারাইজড ডিপার্চার কার্ড দেয়া শুরু করেছে এয়ারলাইন্সটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীর নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ফ্লাইট নম্বরসহ অন্যান্য জরুরী তথ্য কম্পিউটারাইজড ডিপার্চার কার্ডে লিপিবদ্ধ থাকছে। ফলে যাত্রীদের আগের মতো হাতে লেখার প্রয়োজন পড়ছে না।
×