ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

প্রকাশিত: ০৪:১০, ৫ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি পদে জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু নির্বাচিত হয়েছেন। শুক্রবার সংগঠনের ফ্যামিলি ডে ও নৌবিহার অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক। এছাড়া সহ-সভাপতি ক্রীড়া জগতের আরিফ সোহেল ও বাসসের নূরে জান্নাত আক্তার সীমা, যুগ্ম সম্পাদক পদে মানবকণ্ঠের জোবায়ের আহমেদ নবীন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের আরাফাত মুন্না, কোষাধ্যক্ষ পদে আমাদের অর্থনীতির হাসান আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডেইলি স্টারের পঙ্কজ কর্মকার, দফতর সম্পাদক পদে দেশ টিভির সৈকত সাদিক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির ছয় সদস্য হলেন- শামসুল ইসলাম (ইনকিলাব), আঙ্গুর নাহার মন্টি (নিউজ টোয়েন্টিফোর), শাহ আলম খান (যুগান্তর), মহিউদ্দীন ফারুক (প্রথম আলো), মিল্টন আনোয়ার (৭১টিভি) ও সাহাদাৎ রানা (এটিএন নিউজ)। এদিন উপদেষ্টা পরিষদেরও নাম ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টারা হলেন- সিনিয়র সাংবাদিক শাহজাহান মিঞা, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক আবু বকর চৌধুরী। এছাড়া সম্পাদক হিসেবে কর্মরত সকল মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সন্তানরাও উপদেষ্টা হিসেবে থাকবেন। শুক্রবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেয় কাজল-৭ লঞ্চ। পরে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট থেকে যোগদেন মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা। ঢাকা এবং মুন্সীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছিল কাজল ৭। সকালে নৌবিহারের উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।
×