ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে রেজওয়ানা চৌধুরী বন্যা ও শফি মণ্ডলের গানে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৩:৫৪, ৫ মার্চ ২০১৭

সিলেটে রেজওয়ানা চৌধুরী বন্যা ও শফি মণ্ডলের গানে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ সব মিলিয়ে অন্তত অর্ধ-লক্ষাধিক মানুষের সমাগম। সবাই যার যার মতো করে উপভোগ করলেন বেঙ্গল সংস্কৃতি উৎসবের শেষ দিনটি। সিলেটে এ ধরনের সাংস্কৃতিকবান্ধব পরিবেশ দেখে আয়োজকরাও ভূয়সী প্রশংসা করলেন। সব ছাপিয়ে শেষ পর্যন্ত উৎসবের শেষ দিনে তাই দর্শক-শ্রোতারাই পরিণত হলেন আসল নায়কে। শুক্রবার বেলা ১১টায় নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ১০ দিনব্যাপী উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ছিল ‘সিলেট হয়ে উঠুক আরও সিলেট’ শীর্ষক বিশেষ উপস্থাপনা ও আলোচনা সভা। সৈয়দ মুজতবা আলী মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে ভবিষ্যতের সিলেট কেমন হবে, সে ধরনের গবেষণালব্ধ তথ্য-উপাত্ত প্রদর্শন করা হয়। বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস এ্যান্ড সেটলমেন্টসের উদ্যোগে আয়োজিত এ সভার প্রথমেই বক্তব্য রাখেন- আয়োজক প্রতিষ্ঠানে মহাপরিচালক ও বিশিষ্ট স্থপতি কাজী খালিদ আশরাফ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- প্রখ্যাত জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক সাইফ উল হক ও জেরিনা হোসেন। এ সেমিনারে আগামীর সিলেট কিভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা যেতে পারে, সে সম্পর্কিত বিষয়াদি আলোচিত হয়েছে। বিকেল ৪টায় এ মঞ্চেই ‘ঘাসফুল’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। সন্ধ্যা সোয়া ৭টায় এখানে সুবচন নাট্যসংসদ ‘মহাজনের নাও’ পরিবেশন করে। বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও কর্মভিত্তিক এ নাটকটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাসন রাজা মঞ্চে বিকেল ৪টায় গীতিবিতান বাংলাদেশের শিল্পীরা দলীয় পরিবেশনায় অংশ নেয়। এ সংগঠনের পরিবেশনার পর শিল্পী অনিন্দিতা চৌধুরী গান পরিবেশন করেন। তিনি বেশ কয়েকটি নজরুল সঙ্গীতের পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত প্রয়াত লোকসঙ্গীত শিল্পী রামকানাই দাশ রচিত ও সুরাপিত গান গেয়ে শোনান। সন্ধ্যা পৌনে ৭টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হার্ডেস্টের এমডি রাজীব সামদানী। স্বাগত বক্তব্য রাখেন- বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তাকে সিলেটের কয়েকটি সংগঠন সম্মাননা-ক্রেস্ট প্রদান করে। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের তাঁর বক্তব্যে বারবার সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সিলেটবাসী আমাদের যে আদর দেখিয়েছেন, ভালবাসা দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ ও অভিভূত। আমি প্রকৃতপক্ষেই সিলেটের প্রেমে পড়েছি। সমাপনী অধিবেশনের পর বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিল্পীরা দলীয় যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। এরপর গান গাইতে মঞ্চে আসেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর সুরেলা কণ্ঠের গানে মাঠজুড়ে মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে। সবশেষে লোকসঙ্গীত পরিবেশন করেন বাউলশিল্পী শফি ম-ল। তাঁর পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতারা নেচে-গেয়ে উপভোগ করেন।
×