ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বাংলার নাট্যমেলায় যুবরাজ পদক পাচ্ছে তিন নাটক

প্রকাশিত: ০৩:৫২, ৫ মার্চ ২০১৭

দুই বাংলার নাট্যমেলায় যুবরাজ পদক পাচ্ছে তিন নাটক

সাজু আহমেদ ॥ নাট্য চর্চার পাশাপাশি হরহামেশাই ব্যতিক্রমী উৎসব ও নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের চমকে দেয় নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর। দেশের নন্দিত এই নাট্যদলের উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত দুইবাংলার নাট্যমেলায় গত বছরে মঞ্চে আসা আলোচিত তিনটি নাট্য প্রযোজনাকে সেরা নাটকের পদক দিতে যাচ্ছে নাটক। প্রাঙ্গণেমোর জুড়িবোর্ড ২০১৬ সালে মঞ্চে আসা নতুন নাটক থেকে বাছাই করে এ পদকের জন্য ৩টি নাটক প্রাথমিকভাবে মনোনীত করেছে। নাটক ৩টি হলো বটতলার ‘ক্রাচের কর্নেল’, নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’ এবং যশোরের বিবর্তন নাট্যদলের নাটক ‘মাতব্রিং’। নাট্যদলগুলোর নতুন নাটকমঞ্চে আনতে উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এ সম্মাননা বাংলাদেশের নাট্য আন্দোলনের গতি অনেকটাই ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দল সূত্রে জানা গেছে আগামী ১৮ মার্চ দুই বাংলার নাট্যমেলার সমাপনী দিনে ঘোষণা ‘প্রাঙ্গণেমোর যুবরাজ সেরা নাটক পদক ২০১৬’ প্রদান করা হবে। প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের স্মৃতি স্মরণে প্রাঙ্গণেমোর নাট্যদল এ বছর থেকে বছরের সেরা নাটক নির্বাচন করে এ পদক প্রদান করছে। জানা গেছে আগামী ১০ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’-এর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী অভিনেতা ও নির্দেশক আসাদুজ্জামান নূর এমপি এবং ভারতীয় দূতাবাসের মাননীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। ১০-১৮ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী এ নাট্যমেলায় মঞ্চায়িত হবে ভারতের ৪টি এবং বাংলাদেশের ৫টি নাটদলের নাটক। ভারতের নাটকগুলো হচ্ছে কলকাতার সংসৃতি নাট্যদলের ‘ব্রেন’, নিভা আর্টসের ‘ওরা আটজন’, কল্যাণীর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘নূরলদীনের সারাজীবন’ ও দিল্লীর বাংলা নাটকের দল গ্রীনরুম থিয়েটারের ‘অসুখ’। এছাড়া নাট্যমেলায় বাংলাদেশের লোকনাট্যদলের ‘কঞ্জুস’, সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’, নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’ এবং আয়োজক দল প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটক মঞ্চস্থ হবে। এবারের নাট্যমেলার সেøাগান নির্ধারণ করা হয়েছে ‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব’।
×