ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১ জুলাই থেকে নতুন শুল্ক আইন

প্রকাশিত: ০৩:৫১, ৫ মার্চ ২০১৭

১ জুলাই থেকে নতুন শুল্ক আইন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, নতুন শুল্ক আইন চূড়ান্ত হয়ে গেছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে শুল্ক ব্যবস্থা উন্নত হবে। অনলাইন ভিত্তিতে এই আইন বাস্তবায়ন করা হবে। যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। শনিবার রাজধানীর এফডিসিতে আয়কর ব্যবস্থাপনা নিয়ে ছায়া সংসদে এনবিআর চেয়ারম্যান এ কথা জানান। তিনি বলেন, কর প্রদানে মানুষকে উৎসাহ দেয়ার জন্য তরুণ করদাতাদের স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া চলছে। আর করদাতাদের ক্ষেত্রে জাতীয় পুরস্কারের সংখ্যা বাড়ানো হবে। আগে যেখানে ২০ জনকে দেয়া এ পুরস্কার দেয়া হতো, সর্বশেষ বছরে তা বাড়িয়ে ১৪১ জনকে দেয়া হয়েছে। আগামী বছরে এর পরিমাণ আরও বাড়ানো হবে। এদিকে উৎসাহ প্রদানের সঙ্গে সঙ্গে করদাতাদের ওপরে করের বোঝা না বাড়িয়ে, সরকারের নির্দেশ অনুযায়ী কর আদায়ের পরিধি সম্প্রসারণের কাজ করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা মানবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এখন আর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ধার ধারে না। দেশটির বাণিজ্যনীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই সম্প্রতি ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা আর বিশ্ব বাণিজ্য সংস্থার কর্তৃত্ব মানবে না। গত বুধবার প্রকাশিত ট্রাম্প প্রশাসনের একটি নথির বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বক্তব্য এটাই নির্দেশ করে, তারা আর বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা মানতে বাধ্য নয়। আর তা যদি হয়, তবে তা হবে সাম্প্রতিককালে দেশটিতে কয়েকজন প্রেসিডেন্টের নেয়া সংস্কার নীতির সবচেয়ে বড় পদক্ষেপ। ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা ট্রাম্পের নির্বাচনী ইশতেহার। নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন থেকে আসা পণ্যের ওপর ৪৫ শতাংশ এবং মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসাবেন। আর এ জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কোন নির্দেশনা বা কর্তৃত্ব তারা মানবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×