ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৩:৪৬, ৫ মার্চ ২০১৭

ডিএসইর পিই রেশিও কমেছে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৯৯ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ১৪ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫-এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০ দশমিক ৩ পয়েন্টে, সিরামিক খাতের ২১ দশমিক ৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ দশমিক ৯ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৬ দশমিক ৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতের ১৩ দশমিক ৯ পয়েন্টে ও সাধারণ বীমা খাতের ১৫ দশমিক ৭ পয়েন্টে। -অর্থনৈতিক রিপোর্টার দ্বিতীয় দফায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় দফায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটি অনিবার্য কারণে পূর্ব ঘোষিত এজিএমের তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৮ মার্চের পরিবর্তে ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটি আগামী ২১ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠান করবে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত ১৮ জানুয়ারি এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল। উচ্চ আদালতের আদেশে কোম্পানির পূর্ব নির্ধারিত এজিএম স্থগিত করা হয়েছিল। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৫৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×