ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নুরানী ডাইংয়ের আইপিও আবেদন ২ এপ্রিল

প্রকাশিত: ০৩:৪৬, ৫ মার্চ ২০১৭

নুরানী ডাইংয়ের আইপিও আবেদন ২ এপ্রিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্র খাতের নুরানী ডাইং এ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের আইপিওতে আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ কোম্পানিকে কনসেন্ট লেটার বা অনুমোদনপত্র দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর কনসেন্ট লেটার পাওয়ার পরপরই কোম্পানিটি আইপিও আবেদনের সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণের জন্য প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাব অনুযায়ী আগামী ২ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদন প্রক্রিয়া চলবে। এ সময়ের মধ্যে সকল প্রকার বিনিয়োগকারীকে আইপিও আবেদন করতে হবে। আর হিসাব অনুযায়ী প্রতিটি আবেদনে পাঁচ হাজার টাকা জমা করতে হবে বিনিয়োগকারীদের। জানা যায়, আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে চার কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.৩৭ টাকা। গত পাঁচ বছরে কোম্পানিটির গড় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম এ্যাডভাইজরি সার্ভিসেস। গ্লাক্সো স্মিথক্লাইনের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাস্কো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল বেলা ১১টায় হোটেল আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।
×