ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৪৪, ৫ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

এইডস আক্রান্ত বলে... যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ার হেলেন রেনল্ড (৮৮) উপস্থিত বুদ্ধির জেরে ধর্ষণের হাত থেকে রেহাই পেয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে তার পার্কসবুর্গের এ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এক সন্ত্রাসী। সে হেলেনের পার্সে থাকা ৪০ ডলার নিয়ে নেয়। এরপর যৌন নিগ্রহ করার চেষ্টা করে। তখন তিনি এইডস রোগী বলে নিজেকে দাবি করেন। তিনি আরও বলেন, তার স্বামী এইডস রোগে মারা গিয়েছেন। তার শরীরেও ভাইরাস রয়েছে। এ কথা শুনে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। -এবিসি নিউজ অস্কারে বেঁচে যাওয়া খাবার... অস্কারের বেঁচে যাওয়া খাবার ভাগ করে দেয়া হলো আটশ’ লোককে। অভিনেত্রী ফ্রিদা পিন্টো অস্কারের আফটার পার্টির খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন। সান ফ্রানসিসকোর কোপিয়ার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ কাজটি করেন। অস্কারের আফটার পার্টিতে ছিল চিকেন পট পাই, গোল্ড ডাস্টেড পপকর্ন ও মেটজো ক্র্যাকারের মতো মুখরোচক খাবার। -ইন্ডিপেন্ডেন্ট
×