ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দালাই লামার অরুণাচল সফর ॥ ভারতকে চীনের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৩:৪৪, ৫ মার্চ ২০১৭

দালাই লামার অরুণাচল সফর ॥ ভারতকে চীনের হুঁশিয়ারি

চীন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারতে আশ্রয় গ্রহণকারী তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে অরুণাচল প্রদেশ সফর করতে দেয়া হলে তাতে দিল্লী-বেজিং সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামী এপ্রিল মাসে দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের কথা রয়েছে। খবর ইরনার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং প্রেস ব্রিফিংয়ের সময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, দালাই লামার ইস্যুর গুরুত্ব এবং চীন-ভারত সীমান্ত প্রশ্নের স্পর্শকাতরতা সম্পর্কে পুরোপুরি অবহিত ভারত। এ প্রেক্ষাপটে উল্লেখিত এলাকায় যদি দালাই লামাকে সফরের আমন্ত্রণ জানান হলে তাতে সীমান্ত এলাকার শান্তি এবং স্থিতিশীলতা ও বেজিং-নয়াদিল্লী সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে হিমাচল প্রদেশ থেকে নির্বাসিত তিব্বত সরকার পরিচালনা করছেন তিনি। মুখ্যমন্ত্রী পেমা কান্দুর আমন্ত্রণে এপ্রিলে দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের কথা রয়েছে। দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে। তিনি গণপ্রজাতন্ত্রী চীনের এক চতুর্থাংশ ভূখ- বিচ্ছিন্ন করতে চাইছেন বলেও মনে করে বেজিং। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলি বলেছেন, দালাই লামাকে নিয়ে ভারতের অবস্থান সুবিদিত এবং এর কোন পরিবর্তন ঘটেনি।
×