ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জর্দানে ১০ সন্ত্রাসীসহ ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৩:৪৪, ৫ মার্চ ২০১৭

জর্দানে ১০ সন্ত্রাসীসহ ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ১০ জনসহ ১৫ অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জর্দান। শনিবার ভোরে এদের মৃত্যুদ- কার্যকর করা হয় বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মোহাম্মদ আল মোমানি। খবর এএফপি’র। আল মোমানি জানিয়েছেন, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে গত বছর গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়ে পাঁচ নিরাপত্তা সদস্যকে হত্যার দায়ে অভিযুক্ত অপরাধীও আছেন। এছাড়া একই বছর ইরবিদ শহরে এক জঙ্গী আস্তানায় চালানো অভিযানে সাত জঙ্গী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় জড়িত অভিযুক্ত পাঁচ জঙ্গীর মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। অপর চার সন্ত্রাসী ২০০৩ সালে তাদের কর্মকা-ের দায়ে দ-িত হয়েছিলেন। পাশাপাশি ধর্ষণ ও যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত অপর পাঁচজনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদ- স্থগিত করেছিল জর্দান। ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকার পর ২০১৪ সালে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়ার বিধান আবার চালু করে দেশটি। পিত্তথলিতে ৮৩৮ পাথর! ভারতের রাজধানী নয়াদিল্লীর পুষ্পা নামের এক নারী পেটে অসহ্য যন্ত্রণা, জ্বর ও বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন। আলট্রা সাউন্ড ও সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তার ক্যান্সার মনে করে পিত্তথলি বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। অপারেশনের পর বায়োপসি করে ছোট ছোট নুড়ির মতো ৮৩৮টি পাথর পাওয়া যায়। -হিন্দু রেস্তরাঁর বিল না দিয়ে উধাও... স্পেনের বেমবিবরের হোটেল কারমেন রেস্তরাঁয় একটি ব্যাঙ্কোয়েট পার্টির জন্য ভাড়া করা হয়। প্রায় একশ’ লোক সেখানে খাওয়া-দাওয়া, নাচ-গান করে। হঠাৎ করেই সবাই উধাও হয়ে যায় রেস্তরাঁর বিল না দিয়ে। রেস্তরাঁর মালিক এ্যান্তনিও রদরিগেজ বলেছেন, ওরা নাচছিল। আচমকাই তারা উধাও হয়ে যায়। এক মিনিটের মধ্যে একশ’ লোক পালিয়ে গেল। ছোট ছোট দলে বা একজন একজন করে নয় বরং একসঙ্গেই তারা উধাও হয়ে যায়। -মাদ্রিদ সিটি
×