ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারি আর আমার ঘটনা এক নয় ॥ মাইক পেন্স

প্রকাশিত: ০৩:৪৩, ৫ মার্চ ২০১৭

হিলারি আর আমার ঘটনা এক নয় ॥ মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর থাকার সময় সরকারী কাজে ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করার অভিযোগ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, হিলারি ক্লিনটনের ঘটনার সঙ্গে এ ঘটনা মিলিয়ে ফেলা সমীচীন হবে না। সরকারী কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল হিলারি ক্লিনটনকে। খবর এএফপির। শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি হিলারি ক্লিনটনের ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলা কোনভাবেই সঠিক হবে না। এটা তার মতো গুরুতর নয়। তাছাড়া ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ নয় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার। সরকারী কাজে পেন্সের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি সর্বপ্রথম প্রকাশ পায় ইন্ডিয়ানাপেলিস স্টার নামে একটি পত্রিকায়। বৃহস্পতিবার পত্রিকাটি এক প্রতিবেদনে জানায়, পেন্স অঙ্গরাজ্যের নিরাপত্তা ও স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনায় ওই ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করতেন। গত গ্রীষ্মে সেই এ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়। তার পরই স্পর্শকাতর নানা বিষয় নিয়ে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি সামনে চলে আসে। পত্রিকাটির অনুসন্ধানের জবাবে ভাইস প্রেসিডেন্টের দফতরও তার ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করার সত্যতা নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারের সময় মাইক পেন্স সরকারী কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেছিলেন। প্রচারের দীর্ঘ সময় বিষয়টি নিয়ে বেশ অস্বস্তি পোহাতে হয় হিলারিকে।
×