ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের কাছে দ্বীপ বিক্রি করছে মালদ্বীপ

প্রকাশিত: ০৩:৪২, ৫ মার্চ ২০১৭

সৌদি আরবের কাছে দ্বীপ বিক্রি করছে মালদ্বীপ

সৌদি আরবের কাছে মালদ্বীপের একটি দ্বীপ বিক্রির পরিকল্পনার খবরে উদ্বেগ ছড়িয়েছে ভারতে। নয়াদিল্লীর কর্মকর্তারা প্রতিবেশী দেশটির এই পরিকল্পনাকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। মালদ্বীপের আবদুল্লাহ ইয়ামিন সরকারের দ্বীপ বিক্রির সিদ্ধান্তের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে দেশটির বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) মাধ্যমে। দলটির নেতারা বলেছেন, প্রবাল দ্বীপ ফাফু সৌদি আরবের কাছে বিক্রি করতে যাচ্ছে সরকার। বিষয়টি চূড়ান্ত করতে মালদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন পর্যন্ত ফাফু দ্বীপ নিয়ে একটি সম্পর্ক ছিল ইরানের। তবে এখন দ্বীপের ৩০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সৌদি আরব। তার মধ্যে ৭০ শতাংশই ওহাবি মতাদর্শের। দ্বীপের স্কুলগুলোতেও সৌদি শিক্ষকরা শিক্ষা দান করেন। আইএসের মতো জঙ্গীগোষ্ঠীর উত্থানের প্রেক্ষাপটে মালদ্বীপে ওহাবি মতাদর্শের প্রচার দক্ষিণ এশিয়ায় জঙ্গীবাদকে উসকে দেবে বলে মনে করছেন ভারতের কর্মকর্তারা। প্রথম রাসায়নিক অস্ত্র হামলায় মসুলে ১২ জন আহত ইরাকের মসুলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকী বাহিনীর লড়াইয়ে প্রথম রাসায়নিক অস্ত্র হামলায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরবিলের কাছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) একজন চিকিৎসক ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন। খবর বিবিসির। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে মারাত্মক শ্বাসকষ্ট এবং ত্বকের সমস্যায় ভুগছে ১১ বছরের একটি ছেলে। আহত হয়েছে একমাসের একটি শিশুও। হামলায় কোন্ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা রেডক্রসের ওই চিকিৎসক বলতে পারেননি। তবে রাসায়নিক অস্ত্র হামলার ফলে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলোরই চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি। মসুলের লড়াইয়ে ইরাঈ বাহিনী এরই মধ্যে আরেকটি এলাকা আইএসের কাছ থেকে দখলে নিয়েছে এবং শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে।
×