ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলতি মাসে পাকিস্তানে সিন্ধুর পানি বণ্টন বৈঠক

আলোচনায় অংশ নেবে ভারত

প্রকাশিত: ০৩:৪১, ৫ মার্চ ২০১৭

আলোচনায় অংশ নেবে ভারত

ভারত পাকিস্তানে অনুষ্ঠেয় সিন্ধু নদের পানি বণ্টন কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবে। স্থায়ী ইন্ডাস ওয়াটার কমিশনের বৈঠক চলতি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বৈঠকের তারিখ বা সময়সূচী এখনও নির্ধারিত হয়নি। খবর ডন অনলাইনের। চলতি মাসের শেষের দিকেই সিন্ধু নদীর জল বণ্টন চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। এরই সূত্র ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। ইন্ডাস ওয়াটার কমিশনের বৈঠকটি গত বছর সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত এবং বিশেষ করে উরি হামলার পর সেটি হতে পারেনি। এবার বৈঠকে অংশগ্রহণের জন্য উভয়পক্ষ সম্মতি জানিয়েছে। সিনিয়র কর্মকর্তারা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর মন্তব্য সত্ত্বেও এ বৈঠক হতে যাচ্ছে। কারণ, দুই দেশই এ চুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছে। জঙ্গী সংগঠনগুলোর হামলার পরিপ্রেক্ষিতে ভারত সব ধরনের আলোচনা বাতিল করেছিল। স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক মার্চের মধ্যেই অনুষ্ঠিত হবে। কারণ চুক্তি অনুযায়ী এই বৈঠক বাধ্যতামূলক। চুক্তি অনুযায়ী, প্রতি আর্থিক বছরে ভারত ও পাকিস্তানকে বৈঠকে বসতে হয়। বৈঠক না হলে তা হবে চুক্তি লঙ্ঘনের শামিল। চলতি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এক বা দুই দিনের জন্য এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। কমিশনের শেষ বৈঠক হয়েছিল ২০১৫ সালের জুনে। রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না বলে এর আগে মোদি মন্তব্য করেছিলেন। এরপর গত সেপ্টেম্বরে উরি হামলাসহ একাধিক সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে মোদি ওই চুক্তি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেছিলেন। বৈঠকের পর ভারতের কর্মকর্তারা চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত রাখার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের মধ্যে প্রবাহিত নদীগুলোর পানির ব্যবহার বাডানোর কথাও তারা বলেছিলেন। ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের নিয়ে সিন্ধু কমিশন গঠিত । ৫৭ বছরের পুরনো কমিশনটি গঠিত হয়েছিল চুক্তি বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। এবারের বৈঠকের এজেন্ডা কি হবে তা আগেভাগে জানানো হবে না বলে পাকিস্তানের পানি ও বিদ্যুত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার ডনকে জানিয়েছেন। সিন্ধু নদ কমিশনের নিযুক্ত পাকিস্তানের সাবেক কমিশন সৈয়দ জামাত আলী শাহ বলেছেন, বৈঠকে ভারতের অংশগ্রহণের আগ্রহই প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রীর যুদ্ধংদেহী মন্তব্য সত্ত্বেও চুক্তি একেবারে পরিত্যক্ত হয়ে যায়নি। এতে ভারতের পক্ষ থেকে রাটলে ও কিষানগঙ্গা বাঁধ প্রকল্পের প্রসঙ্গ ওঠানো হতে পারে বলে পাকিস্তানের কর্মকর্তারা ধারণা করছেন। তবে পাকিস্তান মনে করে যেহেতু বিষয় দুটি বিশ্বব্যাংকের কাছে উত্থাপন করা হয়েছে তাই এগুলো আলোচনার বৈঠকে তোলা প্রয়োজন নেই। এবারের বৈঠকে আরেকটি যে বিষয় আসতে পারে তা হলো বর্ষা মৌসুমের তথ্য বিনিময়। মে মাসের শেষের দিকে বা জুনের শুরুর দিকে এ অঞ্চলে বর্ষা মৌসুম শুরু হয়। সিন্ধু জলচুক্তি নিয়ে বৈঠকের সূত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। চলতি মাসের শেষে পাকিস্তানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা দিল্লী আসবেন। এই চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে যে সব সমস্যা রয়েছে তা নিয়ে খোলামেলা আলোচনা হবে। কূটনীতিকদের মতে, এই বৈঠকে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের এবং ভারতের অবস্থান বদলে যাবে না। তবে এর কূটনৈতিক প্রশ্নে এর অন্য গুরুত্ব রয়েছে। সিন্ধু জলচুক্তির বিষয়টি দু’দেশের জন্যই প্রতীকী। উরি হামলার পরে বাতিল। পাকিস্তানকে সিন্ধু নদ এবং তার পাঁচ উপনদীর পানি দেয়ার ইঙ্গিত দিয়েছিল ভারত। এখন সেটা নিয়ে আলোচনার টেবিলে বসলে ইতিবাচক পরিবেশ তৈরি করা যাবে।
×