ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আওয়ামীকরণ করবেন না বঙ্গবন্ধুকে॥ আ স ম রব

প্রকাশিত: ০৮:১০, ৪ মার্চ ২০১৭

 আওয়ামীকরণ করবেন না বঙ্গবন্ধুকে॥ আ স ম রব

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের উত্তাল মার্চে পাকিস্তানবিরোধী অবিস্মরণীয় প্রতিরোধ আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে যারা সাহসী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে শাহজাহান সিরাজ ছিলেন প্রথম সারিতে। একাত্তরের ৩ মার্চ পল্টন ময়দানে বিশাল ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে ইশতেহার পাঠ করেছিলেন শাজাহান সিরাজ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে ইশতেহার পাঠ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না বলে মন্তব্য করেছেন চার খলিফার এক খলিফা আ স ম আবদুর রব। ‘মুক্তিযুদ্ধের চেতনা তোমার আমার ঠিকানা’ নামে সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করছে সরকার। বঙ্গবন্ধুকে আওয়ামীকরণ করবেন না। বঙ্গবন্ধুর সঙ্গে যারা ছিলেন তাদের ভুলে গিয়ে বঙ্গবন্ধুকে কীভাবে সম্মান করবেন। শাজাহান সিরাজকে ইচ্ছা করলেই ফেলে দেয়া যাবে না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। শাজাহান সিরাজ কোথায় আছেন, কেমন আছেন তা কেউ খবর রাখে না। অথচ শাজাহান সিরাজ ইশতেহার পাঠ না করলে স্বাধীনতা আসত কীভাবে। সিঁড়ির নিচের ধাপ ভুলে গিয়ে সামনে যাওয়া যাবে না। সভায় ১৯৭১ সালে স্বাধীনতার ইশতেহার পাঠকারক শাজাহান সিরাজ বলেন, আমি আবার আপনাদের সামনে ফিরে আসতে পারব তা কখনও ভাবিনি। সবার দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহজাহান ট্রাস্টের সভাপতি বেগম রাবেয়া সিরাজ, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির আহ্বায়ক কামাল সিদ্দিকি। ১৯৭১ সালের ইশতেহার পাঠ করার সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী, রাজনৈতিক সহকর্মী রাবেয়া সিরাজ। কয়েক বছর ধরে শাহজাহান সিরাজ গুরুতর অসুস্থ। ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কয়েক দিন আগেও তিনি কথা বলতে পারতেন না। রাবেয়া সিরাজ সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন হলো শাহজাহান সিরাজ একটু-আধটু কথা বলতে পারলেও গুছিয়ে কথা বলতে পারেন না। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে সহধর্মিণী রাবেয়া সিরাজ বলেন, তিনিও ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠের সেই অবিস্মরণীয় মুহূর্তে পল্টনের জনসমাবেশে উপস্থিত ছিলেন।
×