ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ ॥ নাহিদ

প্রকাশিত: ০৮:০৮, ৪ মার্চ ২০১৭

২০৪১ সালের মধ্যে  উন্নত দেশ  হবে বাংলাদেশ ॥  নাহিদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, একদিন এ দেশ বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে মাইলফলক হয়ে থাকবে। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিত। দেশের সর্বক্ষেত্রে এখন উন্নয়নের ছোঁয়া লাগছে। শিক্ষাক্ষেত্রে অবিস্মরণীয় উন্নতির ফলে আজ প্রতিটি ছেলেমেয়ে বিদ্যালয়মুখী। বর্তমান বছরের প্রথমদিনে সরকার ছাত্র-ছাত্রীর হাতে ৩৬ কোটির বেশি বই তুলে দিতে সক্ষম হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। শুক্রবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের নতুন ইউনিয়ন ভবন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মস্তাব উদ্দিন কামালের সভাপতিত্বে ও বুধবারীবাজার ইউনিয়নের সচিব ফয়জুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালের ভেতরে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কোন ঘর বিদ্যুতবিহীন থাকবে না। মাদকের ভয়াল বিস্তারে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক অভিভাবকে তাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে তারা মাদকে আসক্ত না হতে পারে। দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্যে শিক্ষামন্ত্রী উপজেলার বাণীগ্রাম হাজিপুর রাস্তার অসমাপ্ত অংশ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
×