ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে পরিবহন শ্রমিক ধর্মঘটের সম্পর্ক নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৪, ৪ মার্চ ২০১৭

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে পরিবহন শ্রমিক ধর্মঘটের সম্পর্ক নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শাজাহান খান একজন শ্রমিক নেতা। নৌপরিবহন শ্রমিকদের নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিদ্ধান্তের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। মঙ্গল ও বুধবার দেশব্যাপী কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা। মন্ত্রী শাজাহানের খানের সঙ্গে এ ধর্মঘটের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। বুধবার দুপুরে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে শাজাহান খানের বৈঠকের পরই পরিবহন ধর্মঘট প্রত্যাহারে সিদ্ধান্ত আসে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের কোন সংশ্লিষ্টতা নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
×