ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক বিক্রিতে বাধা দেয়ায় কদমতলীতে দু’জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৭:৫২, ৪ মার্চ ২০১৭

মাদক বিক্রিতে বাধা দেয়ায় কদমতলীতে দু’জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ মাদক বিক্রিতে বাধা দেয়ার জেরে রাজধানীর কদমতলীতে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। তারা হলেন শামসুল হক ফকির (৫০) ও তার ভাতিজা মাদ্রাসা ছাত্র আল আমিন হোসেন (১৯)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুজনই ঢাকা মেডিক্যাল হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের স্বজনরা দাবি করেছেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লালের ছোট ভাই ইমরানের নেতৃত্বে চার দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। এদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা হত্যার উদ্দেশে গুলি করেছে। তারা জানান দুর্বৃত্তদের এলাপাতাড়ি গুলির কারণে শামসুলের বুকে ও আল আমিনের দুই পায়ে গুলি লেগেছে। ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×