ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যয় কমাতে মোবাইল রিসাইকল করে অলিম্পিক মেডেল

প্রকাশিত: ০৬:০৯, ৪ মার্চ ২০১৭

ব্যয় কমাতে মোবাইল রিসাইকল করে অলিম্পিক মেডেল

২০২০ অলিম্পিক গেমসকে সামনে রেখে ব্যবহার অযোগ্য মোবাইলফোনকে রিসাইকল করে মেডেল তৈরির প্রকল্প হাতে নিয়েছে জাপানের রাজধানী টোকিও। মোবাইল থেকে মেডেল তৈরি করতে নষ্ট মোবাইল ফোন সংগ্রহের কার্যক্রম চালু করা হয়। এ দিন টোকিওর মেট্রোপলিটন গবর্নমেন্ট ভবনে নিজের পুরনো মোবাইল দান করতে জড়ো হন জাপানী নাগারিকরা। রয়টার্স জানায়, ক্যাম্পেন চালু করার পর এতে ১০০ জনের বেশি মানুষ তাদের মোবাইল দান করেন। দান বাক্সে দানের সংখ্যাও দেখানো হয়। ‘আমি আজ এখানে এসেছি কারণ আমি মনে করি এটা দ্রুত যে আমার পুরনো মোবাইল ফোন ২০২০ অলিম্পিক গেমসের মেডেল হবে,’ বলেন ৫৫ বছর বয়সী জাপানী নাগরিক হিরোমি সাকুশিমা। টোকিও অলিম্পিকের খরচ কমাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে এক পর্যায়ে ব্যয় হিসাব করা হয় ২৬৫০ কোটি মার্কিন ডলার। পরবর্তীতে আয়োজকরা তা ১৬৮০ কোটি মার্কিন ডলারে নামিয়ে আনেন। মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক যন্ত্রপাতি হতে আট টন ধাতু যোগাড়ের আশা করছেন টোকিওর আয়োজকরা। এর থেকে পাওয়া স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ থেকে পাঁচ হাজার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক মেডেল তৈরি করা হবে বলে জানানো হয়। চলতি বছরের এপ্রিলে নষ্ট মোবাইল সংগ্রহ করতে স্থানীয় অফিস এবং টেলিকম প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো ইনকর্পোরেটেডের দোকানগুলোতে বাক্স বসানোর পরিকল্পনা রয়েছে দেশটির। সূত্র : রয়টার্স
×