ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

উদীচীর জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মার্চ ২০১৭

উদীচীর জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার ॥ সকল বৈষম্য ও অন্যায়ের অবসান ঘটিয়ে মানুষের অধিকারের কথা বলে গণসঙ্গীত। মানবিক জাগরণের সেই প্রত্যাশায় শুরু হলো অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা। ‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত এ প্রতিযোগিতার সূচনা হয় শুক্রবার। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে উপলক্ষ করে আয়োজিত প্রতিযোগিতার ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হয় এদিন। সকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে ‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়ভাবে ‘ঘ’- এ চারটি বিভাগে প্রতিযোগিতা হয়। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনুর্ধ-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনুর্ধ-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতার ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয় ছিল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট গণসঙ্গীত গীতিকার ও সুরকার অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার এবং সোহানা আহমেদ। প্রতিযোগিতা শুরুর আগে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন- তিন বিচারক অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার ও সোহানা আহমেদ, উদীচী ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক শিবাণী ভট্টাচার্য এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এরপর শুরু হয় চার বিভাগের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ঢাকা জেলা পর্বে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নূর জাকিয়া প্রাপ্তি, দ্বিতীয় হয়েছে শেহের মাহমুদ স্মিতা এবং তৃতীয় হয়েছে অরিন্দম খান নীলাভ। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে কাজল রেখা, দ্বিতীয় স্থান অধিকার করেছে দুলারি ভট্টাচার্য সিঁথি ও তৃতীয় হয়েছে মায়েশা সুলতানা ঊর্বি। ‘গ’ বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন আনান বাউল, দ্বিতীয় হয়েছেন মোঃ তফাজ্জল হোসেন এবং তৃতীয় হয়েছেন অন্তু সরকার। দলীয় বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে উদীচী ঢাকা মহানগর সংসদ এবং ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে উদীচী মিরপুর শাখা ও উদীচী তেজগাঁও শাখা। আগামী ১৮ মার্চ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পর্যায়ের বিজয়ীরা। আগামী ১ এপ্রিল সকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর আগে দেশ-বিদেশ ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানে যারা বিজয়ী হবেন তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভাগীয় পর্যায়ে একক বিভাগগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং দলীয় বিভাগে শুধুমাত্র প্রথম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু আজ ॥ দেশের প্রতিথযশা ৪০ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম নিয়ে আজ শনিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে শুরু হবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে ‘সমতট সোনারগাঁ’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেনÑ সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, বরেণ্য শিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমুখ। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার হলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ শিল্পী হাশেম খান, শিল্পী আবু তাহের, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মোঃ মনিরুজ্জামান ও সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন । বকুলের আবৃত্তিসন্ধ্যা ‘খড়কুটোয় স্বপ্ন খুঁজি’ ॥ মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হলো দলটির জ্যেষ্ঠ সদস্য নাসিমা খান বকুলের একক আবৃত্তিসন্ধ্যা। তার পরিবেশিত প্রযোজনাটির শিরোনাম ছিল ‘খড়কুটোয় স্বপ্ন খুঁজি’। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছিল কবিতার শিল্পিত উচ্চারণের এ আয়োজন। অনুষ্ঠানে এই বাচিকশিল্পী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, রবিউল হুসাইন, নির্মলেন্দু গুণ, আবুল হাসান, সরকার মাসুদ, তসলিমা নাসরিনসহ নবীন-প্রবীণ কবিদের ২১টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন। আচার্য জয়ন্ত বোসের শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা ॥ উচ্চাঙ্গসঙ্গীত সুরপ্রধান অথচ রসহীন ও কাঠিন্যে ভরা সঙ্গীতÑ প্রচলিত এ ধারণাকে যেন ভেঙ্গে দিলেন প্রখ্যাত ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতশিল্পী আচার্য জয়ন্ত বোস। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সুরের স্রোতধারায় শ্রোতাদের মুগ্ধ করলেন এই শিল্পী। দীর্ঘসময় একাধারে উচ্চাঙ্গসঙ্গীত, তবলা ও হারমোনিয়ামের অপূর্ব সংমিশ্রণে আলোড়িত করলেন সঙ্গীতানুরাদের। তার সঙ্গে তবলায় সঙ্গত করেন প-িত বিপ্লব ভট্টাচার্য ও সুব্রত দাস। সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যার শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে এ পর্বে বক্তব্য রাখেনÑ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ রায়, উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ, নাট্যজন ড. ইনামুল হক, বিশিষ্ট গণসঙ্গীতশিল্পী মাহমুদ সেলিম ও নাট্যজন শংকর শাওজাল। ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ ॥ পাটের লড়াই নামের প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হলো ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার বিকেলে পথিকৃৎ শিল্পী এসএম সুলতানকে উৎসর্গকৃত তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ। প্রদর্শনীতে দেশের তরুণ ১৮ শিল্পীর মোট ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এছাড়া স্কুল পড়ুয়া ৩৬ শিশুশিল্পীর চিত্রকর্ম এতে প্রদর্শিত হচ্ছে। সরকার ঘোষিত জাতীয় পাট দিবসকে সামনে রেখে আয়োজিত এ চিত্রকর্ম প্রদর্শনীতে চটের ওপর আঁকা চিত্রকর্মগুলোতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় উঠে এসেছে। উদ্বোধনী বক্তব্যে হামিদুজ্জামান খান বলেন, পাটের ওপর এ ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। এ আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলায় পাটের ব্যবহারের যে সেতুবন্ধ তৈরি হলো, তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে চারুকলার শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ক্যানভাস হিসেবে পাটকে বেছে নিতে উৎসাহিত হবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ বলেন, ক্যানভাস হিসেবে পাটের ব্যবহার দেশের তরুণদের মধ্যে পাটপণ্যকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রদর্শনীটি চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
×