ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশুকন্যাকে কুপিয়ে গলা কেটে মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মার্চ ২০১৭

বগুড়ায় শিশুকন্যাকে  কুপিয়ে গলা কেটে  মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে শুক্রবার নিজের শিশু কন্যাকে কুপিয়ে খাদিজা বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক মহিলা আত্মহত্যা করেছেন। গুরুতর আহত শিশু সোহানাকে (৫) বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বগুড়ার আদমদিঘী উপজেলার এটিএম হাসান তার পরিবার নিয়ে শিবগঞ্জ উপজেলার ময়দাহাটা ইউনিয়নের দাড়িদহ এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। হাসান একটি এনজি’র মাঠকর্মী। অফিসের কাজে সকালে তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে স্ত্রী খাদিজা, শিশু সোহানা এবং শাশুড়ি আবেদা বেগম ছিলেন। সকাল ৮টার দিকে খাদিজা তার মাকে পানি আনতে বলে ঘরের বাইরে পাঠিয়ে শিশু সোহানাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেন। এর পরপরই খাদিজা তার শিশু কন্যাকে বটি দিয়ে কোপায় এবং একপর্যায়ে নিজের গলা কেটে ফেলে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে এবং ঘরের দরজা ভেঙ্গে ফেলে গুরুতর আহত অবস্থায় শিশু সোহানাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলে গৃহবধূ খাদিজা মারা যায়। শিশুটির মুখম-লসহ কয়েকটি স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অপারেশনের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠান হয় বলে শজিমেক চিকিৎসক জানিয়েছেন। শিবগঞ্জ থানার ওসি জানান, গৃহবধূ খাদিজা অন্তঃসত্ত্ব¡া ছিলেন ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের লোকজন তাদের জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।
×