ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে যুব কিশোর সমাবেশ

প্রকাশিত: ০৫:৫২, ৪ মার্চ ২০১৭

 গাজীপুরের বঙ্গবন্ধু  সাফারি পার্কে  যুব কিশোর সমাবেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শুক্রবার যুব-কিশোর সমাবেশ ও বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ দিবসটি পালিত হলো। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে সাবেক উপ-প্রধান বন সংরক্ষক ড. তপন কুমার দের সভাপতিত্বে সাফারি পার্কের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মোঃ শাহাবুদ্দিন। ওয়াইল্ড লাইফের কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রকৃতি সংরক্ষক মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ বার্ডস ক্লাবের সভাপতি ও পাখিবিদ ইনাম আল হক, বিশ্বব্যাংকের এনভায়রনমেন্ট স্পেশালিস্ট ইসতিয়াক সোবহান, ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নূর-ই পারভীন খানম, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ গফুর ফকির, শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেন প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রকৃতি ও প্রাণী সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তুর ওপর তৈরি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বন্যপ্রাণী গবেষক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, বিশে^ মোট জনসংখ্যার ২৫ ভাগ তরুণ। তাই ১২ থেকে ২৫ বছরের শিক্ষার্থীদের নিয়ে এ দিবসটি পালন করা হয়েছে। তাদের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়বে বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা। যত বেশি সচেতনতা ছড়াবে তত বেশি বন্যপ্রাণী রক্ষা পাবে। এ উপলক্ষে ঢাকা কলেজ, বাঘের বাজার উচ্চ বিদ্যালয় ও বিএম কিন্ডারগার্টেনের (কেজি স্কুল) ৬ শতাধিক শিক্ষার্থীকে পার্কে আমন্ত্রণ জানানো হয়। এদিন পার্কে প্রবেশ ও দর্শন ফি মওকুফ করে আমন্ত্রিত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অনুষ্ঠানে দাঁড়িয়ে হাত উঁচু করে শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাণীর সুরক্ষা ও বন্যপ্রাণী আইন মেনে চলার শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
×