ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মগবাজার ফ্লাইওভারে প্রিজনভ্যান উল্টে কয়েক বন্দী আহত

প্রকাশিত: ০৫:৫০, ৪ মার্চ ২০১৭

মগবাজার ফ্লাইওভারে প্রিজনভ্যান উল্টে কয়েক বন্দী  আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পুলিশের একটি প্রিজন ভ্যান ২৪ জন কয়েদি নিয়ে উল্টে চালকসহ কয়েকজন বন্দী আহত হয়েছে। স্থানীয় পুলিশ ও ভ্যানটির চালকের দাবি, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুর কাশিমপুর কারাগারে রওনা দেয়। পথিমধ্যে মগবাজার ফ্লাইওভার পার হয়ে নামার সময় সাতরাস্তা মোড়ের কাছে প্রিজন ভ্যানটি প্রায় ৩৬০ ডিগ্রী ঘুরে গিয়ে উল্টে যায়। তিনি জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর ফ্লাইওভারে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এসআই আবু জাফর মানিক জানান, চালক ও কয়েক আসামি সামান্য আহত হয়েছে। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তিনি জানান, গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি প্রিজনস সেলে নিয়ে যাওয়া হচ্ছিল ২৪ জন আসামিকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জনকণ্ঠকে জানান, ২৪ জন বন্দীর মধ্যে মাদক মামলার আসামির সংখ্যা বেশি। হত্যা মামলার আসামি রয়েছে কয়েকজন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভ্যানটি বেশকিছু দূর ছেঁচড়ে যাওয়ায় ফ্লাইওভারের রাস্তার মাঝখানে দাগ সৃষ্টি হয়েছে। প্রিজন ভ্যানচালক কামাল সাংবাদিকদের জানান, ঢাল দিয়ে নামার সময় হঠাৎ গাড়ি ঝাঁকি খায়। তারপর আর কন্ট্রোল ছিল না। প্রিজন ভ্যানের নিরাপত্তার জন্য পেছনে থাকা পুলিশের গাড়িতে ছিলেন পরিদর্শক আক্তার জামান। তিনি জানান, ভ্যানের গতি খুব বেশি ছিল না। হঠাৎ ছোট কয়েকটা ঝাঁকুনি খেল বলে মনে হলো। তারপর দেখি ফ্লাইওভারের পশ্চিম পাশের দেয়ালে বাড়ি খেয়ে গাড়ি পুরো ঘুরে গিয়ে উল্টে পড়ল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, দুর্ঘটনার পর কিছু সময় ফ্লাইওভারে চলাচল বন্ধ রাখা হয়। পরে রেকার এনে প্রিজন ভ্যানটি সরিয়ে নেয়া হয়। আসামিদের সবাইকে শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছিল। পরে নতুন ভ্যএলে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে যাওয়ার ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাশকতার অংশ হিসেবে কিংবা কোন ধরনের অপচেষ্টার অংশ হিসেবে আসামি বহনকারী প্রিজন ভ্যান উল্টে গেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
×