ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের পূর্ব পদে ফিরছেন ॥ ব্যাপক গুঞ্জন

প্রকাশিত: ০৫:৪৬, ৪ মার্চ ২০১৭

সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের পূর্ব পদে ফিরছেন ॥  ব্যাপক গুঞ্জন

স্টাফ রিপোর্টার ॥ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ ফিরে পাচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের আগের কমিটিতে আবুল হোসেন এই পদে ছিলেন। সংশ্লিষ্ট রাজনীতিকদের বিশ্বাস, দুর্নীতির মিথ্যা অভিযোগে মন্ত্রিত্ব হারাতে হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল হোসেনের মন্ত্রিত্ব পুনর্বিবেচনার পাশাপাশি তাকে রাজনৈতিকভাবেও প্রতিষ্ঠিত করবেন। গত বছরের ২৫ অক্টোবর আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও আন্তর্জাতিক সম্পাদকের গুরুত্বপূর্ণ পদটি খালি রাখা হয়। এরপর চার মাস পেরিয়ে গেলেও দলের সভাপতি শেখ হাসিনা এই পদে কাউকে বসাননি। রাজনীতিকদের ধারণা, শেখ হাসিনার দৃঢ় বিশ্বাস ছিল, আবুল হোসেনকে জড়িয়ে পদ্মা সেতুর কথিত দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা মিথ্যে। কানাডার আদালতের রায়েও সেটি প্রমাণিত হয়েছে। তাই এখন শেখ হাসিনা আবুল হোসেনকে আন্তর্জাতিক সম্পাদকের পদ ফিরিয়ে দিতে পারেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদটিও হারাতে হয়। এদিকে, দলীয় পদের পাশাপাশি মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়ে আবুল হোসেনের মর্যাদা পুনর্প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি এইচ এম হুসেইন মুহম্মদ এরশাদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। গণমাধ্যমে দেয়া পৃথক বিবৃতিতে তারা বলেছেন, যেহেতু ভুল তথ্যের কারণে সৈয়দ আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হয়েছিলেন সেহেতু পুনরায় মন্ত্রিত্ব দিয়ে তার মর্যাদা পুনর্প্রতিষ্ঠা করা উচিত। তাদের বিশ্বাস, মিথ্যা অভিযোগে মন্ত্রিত্ব হারাতে হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিত্ব পুনর্বিবেচনায় নিয়ে তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবেন।
×