ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মার্চ ২০১৭

আজ মহিলা আওয়ামী  লীগের সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আজ। দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফকে সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। ২০০৯ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলাবিষয়ক সম্পাদক হলে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও শীর্ষ দুই পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, প্রচার সম্পাদক শিরিন রোখসানা। তবে সংগঠনের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সংগঠনের দায়িত্ব দেবেন সবাই তা মেনে নেবেন। সংগঠনটির সম্পাদকম-লীর একাধিক সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, সারা দেশে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্বের পরিবর্তন চান। মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুন্নেসা মোশাররফ ও যুগ্ম আহ্বায়ক পিনু খান। শুক্রবার ধানম-িস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এই সম্মেলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নারী অগ্রযাত্রার আরেকটি মাইলফলক রচিত হবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, সহ-সভাপতি খালেদা খানম, ফরিদা রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ। দলীয় সূত্র জানায়, সম্মেলনের জন্য সাড়ে ৩ হাজার কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে ডেলিগেট কার্ডও বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় কাউন্সিলর ও ডেলিগেটদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝামেলাপূর্ণ কয়েকটি জেলা বাদে সব জেলায় সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ।
×