ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন না শারাপোভা!

প্রকাশিত: ০৪:৩২, ৪ মার্চ ২০১৭

ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন না শারাপোভা!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই টেনিস থেকে নির্বাসনে মারিয়া শারাপোভা। নিষেধাজ্ঞার মেয়াদ এখনও শেষ হয়নি। তারপরও তাকে পেতে মরিয়া আয়োজক কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই তিন তিনটি টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়ে গেছেন তিনি। তবে বাদ সাধলো ফ্রেঞ্চ ওপেন। মৌসুমের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে নারাজ আয়োজক কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি বার্নাড জুডিসেল্লি বলেন, ‘বিষয়টি খুবই জটিল। আমরা চাই সে সম্পূর্ণরূপে পুনর্বাসিত হয়েই এখানে খেলতে আসুক।’ আগামী ১৯ এপ্রিল ৩০ বছরে পা রাখবেন পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী মারিয়া শারাপোভা। তার কয়েকদিন পরই নির্বাসন থেকে ফিরে আন্তর্জাতিক টুর্নামেন্টেগুলোতে অংশ নিতে পারবেন তিনি। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই রাশিয়ান তারকা ফ্রেঞ্চ ওপেন জিতেছেন দুইবার। কিন্তু এবার তার প্রিয় টুর্নামেন্ট থেকেই খেলতে না দেয়ার ইঙ্গিত পেলেন মাশা। যা খুবই দুঃখজনক ঘটনা। অথচ ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতির এমন মন্তব্যের ঠিক আগেই ইতালিয়ান ওপেনে খেলার জন্য ওয়াইল্ডকার্ড পান মারিয়া শারাপোভা। যে বিষয়টি আয়োজক কর্তৃপক্ষ টুইটার পেইজে নিশ্চিত করে। এ প্রসঙ্গে টুইট বার্তায় ইতালিয়ান ওপেনের আয়োজকরা জানান, তিনবারের রোম চ্যাম্পিয়ন শারাপোভার জন্য আনুষ্ঠানিকভাবে ওয়াইল্ডকার্ড প্রদানের ঘোষণা করা হলো। এর আগে গত মাসে মাদ্রিদ ওপেনেও খেলার ওয়াইল্ডকার্ড পান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। মাদ্রিদ ওপেন শুরু হবে মে মাসের ৬ তারিখে। যা চলবে ১৩ তারিখ পর্যন্ত। তার কয়েকদিন আগেই ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য নিষিদ্ধ এই রুশ তারকার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হবে। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান শারাপোভা। ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম মেজর টুর্নামেন্ট জয় করা শারাপোভা ঐ বছরই মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন। তার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্লকে দেখা যাবে স্টুটগার্ট ওপেনে। যা আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে না ফেরার আগেই গুরুত্বপূর্ণ তিনটি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়ে গেলেন শারাপোভা। তাতে আয়োজকদের সমালোচনা করেছেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার পর এ বিষয়ে মুখ খুলেছেন সুইস টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও।
×