ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপার কোচের সন্ধানে বার্সিলোনা

প্রকাশিত: ০৪:৩১, ৪ মার্চ ২০১৭

সুপার কোচের সন্ধানে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকাই বার্সিলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ লুইস এনরিকে। চলতি মৌসুম শেষেই আর ন্যুক্যাম্পে থাকবেন না তিনি। এনরিকের এ সিদ্ধান্তের পরই নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে কাতালানরা। আর তার এমন সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত হয়েছেন লুইস সুয়ারেজ। এনরিকের জায়গায় ‘সুপার কোচ’ নিয়োগ দেয়ার আশা করছেন বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ। বার্সিলোনা টিভিকে তিনি বলেন, এই গ্রীষ্মে আমরা একজন সুপার কোচ আনব। নতুন কোচের নাম ঘোষণার আগে চলতি মৌসুম ভালভাবে শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা সর্বোচ্চ বিচক্ষণতা দিয়ে শান্ত ও স্বাভাবিকভাবে ৩০ জুন পর্যন্ত কাজ চালিয়ে যাব। এরপর আমরা ঘোষণা দেব কে (কোচ) হবে। আমরা ১ জুলাই তার (এনরিকের) উত্তরসূরি নিয়োগ দেয়ার চেষ্টা করব। এনরিকের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করে বার্সা সভাপতি বলেন, এখন পর্যন্ত সে যা করেছে তারজন্য আমাদের খুব খুশি থাকতে হবে। আমরা তার সিদ্ধান্ত গ্রহণ করছি এবং শিরোপা জিতে যত সম্ভব মৌসুমটি ভালভাবে শেষ করার আশা করছি। বার্টোমেউ বলেন, তিনি কেবল খেলোয়াড়দের বলেছেন। সবাই এ সিদ্ধান্তে বিষণœ, কারণ তিনি আমাদের অনেক সাফল্য এনে দিয়েছেন এবং আরও শিরোপা জিততে পারেন। তিনি বার্সিলোনার ইতিহাসে অন্যতম সেরা একজন কোচ। এখনও তিনমাস বাকি, এই সময়টায় সবার সমর্থন প্রয়োজন হবে তার। এনরিকের এ সিদ্ধান্তকে অপ্রত্যাশিত জানিয়ে সুয়ারেজ বলেন, বাস্তব কথা হচ্ছে তিনি আমাদের সবাইকে কিছুটা বিস্মিত করেছেন। আমরা এটি আশা করিনি। তবে তার এই সিদ্ধান্তটি আমরা মেনে নিয়েছি। এটিও ঠিক যে এই সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত এবং মেনে নেয়ার মতো। কারণ কোচের দায়িত্ব পালন করা খুবই কঠিন। তাকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। তারও পরিবার রয়েছে এবং তাদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে। এনরিকের জন্য বিদায়টা শিরোপা দিয়েই দিতে চান সুয়ারেজ। উরুগুইয়ান তারকা বলেন, আমরা আর এক মুহূর্তের জন্যও মাথানত করতে চাই না। অনেকেই বলে বেড়িয়েছেন যে বার্সা শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে। এক কথায় শিরোপা হাতছাড়া করেছে। তবে সেটি ঠিক নয়। এখন আমরা নিজেদের ওপরই নির্ভর করছি। যদিও সামনে বেশ ক’টি কঠিন লড়াই অপেক্ষা করছে। কোচকে ট্রফি জিতিয়ে বিদায় দিতে পারলে সেটা দারুণ হবে। এ লক্ষ্যে আজ রাতে লা লিগায় আরেকটি ম্যাচ খেলবে বার্সিলোনা। ঘরের মাঠে কাতালানদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। এ্যাওয়ে ম্যাচে রোনাল্ডোদের প্রতিপক্ষ স্বাগতিক এইবার।
×