ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে যাচ্ছেন ম্যারাডোনা!

প্রকাশিত: ০৪:৩০, ৪ মার্চ ২০১৭

চীনে যাচ্ছেন ম্যারাডোনা!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বফুটবলের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে চীন। হাল্ক-রামিরেস, অস্কার-তেভেজদের কিনে নিয়ে যেন সেই ইঙ্গিতই দিচ্ছে তারা। এবার চীনে যাওয়ার শিরোনামে উঠে এসেছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। চীনা ফুটবলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাটিয়াস মোরলা। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে সম্প্রতি চাইনিজ সুপার লীগের ক্লাব সাংহাই শেনহুয়াতে যোগ দেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। তার তিনমাস পূর্ণ না হওয়ার আগেই এলো ম্যারাডোনার চীন-যাত্রার খবর। যে ব্যক্তি কার্লোস তেভেজকে চীনে নিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তকমা গায়ে মাখিয়ে দিয়েছিলেন ম্যারাডোনাকেও নিতে চাচ্ছেন সেই একই ব্যক্তি। এ প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির আইনজীবী বলেন, ‘যে ব্যক্তি কার্লোস তেভেজকে চীনে নিয়ে গিয়েছিলেন সেই একই ব্যক্তি ম্যারাডোনার ব্যাপারেও দারুণ আগ্রহী। আমরা অবশ্য ইতোমধ্যেই তাকে নিশ্চিত করেছি। আশাকরি মিটিংয়ে খুব শীঘ্রই এসব বিষয়গুলোর অগ্রগতি হবে। এখন আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’ বর্তমানে দুবাইয়ে গেইম ডেবলপমেন্টের কাজ করছেন ডিয়েগো ম্যারাডোনা। তবে চীন থেকে আসা প্রস্তাবটা যে অনেক মোটা অঙ্কের তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই দুবাই থেকে চীনে যেতেই আগ্রহটা বেশি ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক ডিয়েগো ম্যারাডোনার। এ প্রসঙ্গে মাটিয়াস মোরলা বলেন, ‘চীনে যাওয়ার খবরে দারুণ রোমাঞ্চিত ম্যারাডোনা। তবে তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা দুবাইয়ে যাব। সেখানে গিয়ে বিষয়টা তুলে ধরব তারপর দেখব কি হয়। তখনই আমরা চীনের সঙ্গে কথাবার্তার চূড়ান্ত করব। তবে এখন পর্যন্ত সবকিছু সঠিকভাবেই এগুচ্ছে।’ চীনে ম্যারাডোনার কাজটা হবে বিভিন্ন স্কুলের বাচ্চাদের ফুটবল সম্পর্কে জ্ঞান দান করা।
×