ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ডোয়াইন স্মিথ

প্রকাশিত: ০৪:৩০, ৪ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ডোয়াইন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর কোন সংস্করণেই আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পাননি। ৩৩ ছুঁইছুঁই বয়সী ক্লাব টি২০’র ফেরিওয়ালা ডোয়াইন স্মিথ তাই আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন। ২০০৪ সালে টেস্ট অভিষেকেই (কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। অমন অভিষেকের পরও সাদা পোশাকে নিজেকে আর মেলে ধরতে পারেননি। আরও ৯ টেস্ট খেলে পঞ্চাশও ছুঁতে পারেননি একবারও। ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ার টেস্টের পর আর সুযোগ হয়নি। এরপর আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জন বলতে ২০১২ টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকা। ছিলেন ২০০৭ ও ২০১৪ টি২০ বিশ্বকাপের দলেও। ২০১৫Ñ আগে ছিলেন ২০০৭ বিশ্বকাপের স্কোয়াডে। মারমুখী ব্যাটিং আর কার্যকর সিম বোলিং নিয়ে অবশ্য সীমিত ওভারে সুযোগ পেয়েছেন একটু বেশি। যদিও রেকর্ড খুব ভাল নয় রঙিন পোশাকেও। ১০৫ ওয়ানডেতে সেঞ্চুরি নেই। ৮ অর্ধশতকে ১ হাজার ৫৬০ রান ১৮.৫৭ গড়ে। উইকেট ৬১টি। ৪৫ রানে ৫ উইকেট সেরা বোলিং, ৪ উইকেট নিয়েছেন আরও ৩ বার। টি২০তেও গড় প্রায় একই, ১৮.১৮। ৩৩ ম্যাচে ৩ অর্ধশতকে রান ৫৮২। উইকেট ৭টি। গত দু’বছর ধরে থমকেই ছিল আন্তর্জাতিক ক্যারিয়ার। সেটিতে পাকাপাকিভাবেই ইতি টেনে দিলেন ডোয়াইন স্মিথ। ক্যারিবিয়ান অলরাউন্ডার বিদায় জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বারবাডিয়ান অলরাউন্ডার অবশ্য চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি টি২০ ক্রিকেটে খেলা।
×