ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: ০৪:৩০, ৪ মার্চ ২০১৭

কোহলিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আজ। পুনের প্রথম টেস্টে ৩৩৩ রানের জয়ে উড়তে থাকা বিরাট কোহলিদের মাটিয়ে নামিয়ে আনে স্টিভেন স্মিথের দল। মাত্র আড়াই দিনে ‘নাম্বার ওয়ানদের’ অমন হার ভারত তো বটেই, গত কয়েকদিনে বিশ্ব ক্রিকেটেই ছিল আলোচনার বিষয়। টানা ১৯ টেস্ট ও ৬ সিরিজ জয়ের পর হারের তেতো স্বাদ পায় স্বাগতিকরা। মূলত ১২ উইকেট নিয়ে আনকোরা স্টিভ ও’কেফে পরাক্রমশালী দেশটিকে একাই গুঁড়িয়ে দেন। একযুগের বেশি সময় পর ভারতের মাটিতে টেস্ট জয়ের মুখ দেখে অসিরা। ব্যাঙ্গালুরুর এই ম্যাচটা তাই ভারতীয়দের জন্য সিরিজে ফেরার লড়াই। দৃঢ়কণ্ঠে অধিনায়ক কোহলি বলেছেন, এক ম্যাচে হার মানে সিরিজ শেষ হয়ে যাওয়া নয়, অবশ্যই ঘুরে দাঁড়াবেন তারা। আর জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে সতীর্থদের সতর্ক করে আরও ভাল ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন অতিথি সেনাপতি স্টিভেন স্মিথ। শিষ্যদের প্রতি আস্থা রেখে ভারত কোচ অনিল কুম্বলে জানিয়েছেন ব্যাঙ্গালুরুতে ঠিকই তারা ঘুরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘পুনের হার নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। আমাদের পরিকল্পনায় কেবল ব্যাঙ্গালুরু টেস্ট। ছেলেদের সঙ্গে কথা হয়েছে, জয় নিয়ে সিরিজে ফিরতে ওরা সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।’ একদিকে ঘরের মাটিতে উড়তে থাকা ভারত, অন্যদিকে উপমহাদেশে বরবরাই ব্যর্থ অস্ট্রেলিয়াÑ সিরিজের শুরুতে নিশ্চিত ফেবারিট ছিল কোহলির দল। কিন্তু পুনের এক ম্যাচেই সমীকরণ বদলে যায়। বলা ভাল অস্ট্রেলিয়া নয়, মাত্র চার টেস্ট খেলা ৩২ বছর বয়সী অফস্পিনার ও’কেফের কাছেই অসহায় আত্মসমর্পণ করে টিম-ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ১০৫ রানে গুড়িয়ে দেন ও’কেফে। দ্বিতীয় ইনিংসে ৩৫ রান দিয়ে ফের ৬ উইকেট, এবার কোহলির দল অলআউট ১০৭ রানে। ২৬০ ও ২৮৫ রান করা অস্ট্রেলিয়ার জয় বিশাল ব্যবধানে, দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক স্মিথ। পুনের উইকেটে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ভারতজুড়ে ছিল পিচের সমালোচনা। কিউরেটর নিজে স্বীকার করেন, বোর্ডই (বিসিসিআই) নাকি এমন ঘূর্ণি উইকেট বানাতে বলেছিল। তবে ব্যাঙ্গালুরুর এম চিন্বাস্বামী স্টেডিয়ামের পিচ স্পোর্টিং হবে বলে জানিয়েছেন জাতীয় কিউরেটর দলজিৎ সিং বলেন, ‘ব্যাঙ্গালুরুর উইকেট এমনিতে যেমন হয়, তেমনই হবে। কিছুটা ঘাস থাকলে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সুবিধা পাবে। পুনের মতো তিনদিনেই টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচদিনের খেলার কথা ভেবেই উইকেট তৈরি করা হয়েছে।’ পুনেতে ব্যাটিং ভরাডুবির পর অজিঙ্কা রাহানের পরিবর্তে করুণ নায়ার ফিরতে পারেন বলে যে গুঞ্জন সেটিকে উড়িয়ে দিয়ে কুম্বলে বলেন, ‘রাহানেকে নিয়ে কোন ধরনের প্রশ্ন তোলা উচিত নয়। তার অতীত পারফর্মেন্স দুর্দান্ত এবং অনেক সাফল্যও পেয়েছে। তবে ব্যাঙ্গালুরুর পিচ দেখে সিদ্ধান্ত নেয়া হবে। ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির পরও কম্বিনেশনের কারণে দুর্ভাগ্যক্রমে একাদশে সুযোগ পায়নি।’ ভারত কোচের ইঙ্গিত প্রথম টেস্টে হার সত্ত্বেও ব্যাঙ্গালুরুতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে সতীর্থদের সতর্ক করে দিয়ে অতিথি অধিনায়ক স্মিথ বলেন, ‘দীর্ঘ একযুগ পর ভারতের মাটিতে টেস্ট জিতেছি। কিন্তু পুনের স্মৃতি নিয়ে বসে থাকলে চলবে না। এটা চার টেস্টের সিরিজ। ঘরের মাটিতে ভারত অত্যন্ত শক্তিধর। তারা অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। জয়ের ধারা অব্যাহত রাখতে আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে। ছেলেরা সবাই প্রস্তুত।’ আর রান-মেশিন কোহলিকে ০ রানে আউট করা পেসার মিচেল স্টার্ক বলেন, ‘আমরা ভাল করেই জানি, সাফল্য অব্যাহত রাখতে হলে আমাদের কোহলিকে অল্পতে ফিরিয়ে দিতে হবে। দুর্দান্ত ফর্মে থাকার পর প্রথম টেস্টে সে রান পায়নি, এখন তাই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ওকে এতটুকু সুযোগ দেয়া যাবে না। আশাকরি ব্যাঙ্গালুরুর উইকেট পেস-সহায়ক হবে, এখানে আমি আরও ভাল করতে পারব।’
×