ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুলকাঠি ভিক্ষুুক মুক্ত

প্রকাশিত: ০৪:২৮, ৪ মার্চ ২০১৭

কুলকাঠি ভিক্ষুুক মুক্ত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ মার্চ ॥ নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নকে ভিক্ষুুক, বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে কুলকাঠি ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন। ইউনিয়নের ১৮ ভিক্ষুককে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া হয়েছে। দুইজনকে দেয়া হয়েছে এক লাখ টাকা করে অনুদানের চেক। পর্যায়ক্রমে অন্য ভিক্ষুকদেরও এক লাখ টাকা করে দেয়া হবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়। কুলকাঠি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) যৌথভাবে জরিপের মাধ্যমে ভিক্ষুকদের শনাক্ত করে এ অনুষ্ঠানের আয়োজন করে।
×