ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে প্রজনন কেন্দ্রে ৩১ ডিম পেড়েছে কচ্ছপ

প্রকাশিত: ০৪:২৮, ৪ মার্চ ২০১৭

সুন্দরবনে প্রজনন কেন্দ্রে ৩১ ডিম পেড়েছে কচ্ছপ

আহসান হাবিব হাসান, সুন্দরবন থেকে ফিরে ॥ দেশে এই প্রথম বিলুপ্তপ্রাপ্ত বাটা গুড় বাস্কা কচ্ছপ ডিম পেড়েছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে একটি কচ্ছপ শুক্রবার সকালে ৩১ ডিম দিয়েছে। প্রজনন কেন্দ্রে ডিম সংরক্ষণ করে তা থেকে প্রাপ্ত কচ্ছপের বাচ্চা সুন্দরবনেই অবমুক্ত করা হবে। এ লক্ষ্যে জু ভিয়েনা (অস্ট্রিয়া) পিএসএ (আমেরিকা) বাংলাদেশ বন বিভাগ ও প্রকৃতি ও জীবন নামের সংস্থাগুলো এ জাতীয় কচ্ছপ সংরক্ষণে তাদের প্রজনন ও জীবনাচরণ পরীক্ষার জন্য সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় কচ্ছপের পিঠে ট্রার্স্ট মিটার বসিয়ে দিয়েছে। অন্যদিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪টি কচ্ছপ দিয়ে প্রজনন কাজ চালাতে থাকে। শুক্রবার সকালে একটি কচ্ছপ ৩১টি ডিম দিয়েছে বলে প্রজনন কেন্দ্রের স্টেশন ম্যানেজার আবদুর রব বলেন, কেন্দ্রে থাকা কচ্ছপের মধ্যে ৩১টি ডিম পাওয়া গেছে। বাকি তিন কচ্ছপ হতে আরও অধিক ডিম পাবেন বলে তিনি আশাবাদী।
×