ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৭, ৪ মার্চ ২০১৭

টুকরো খবর

বরিশালে হামলায় ব্যবসায়ী আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পুলিশ সদস্যের হামলায় ব্যবসায়ী আহত হওয়ারকে কেন্দ্র করে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম বাজারে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার রতœপুর ইউনিয়নের পতিহার গ্রামের সুনীল শীলের ছেলে ও ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী সুধীর শীলকে শুক্রবার সকালে ছয়গ্রাম বাজারে বসে মারধর করে আহত করে সেরাল গ্রামের আতাই সন্যামতের ছেলে পুলিশ সদস্য ওয়াদুদ সন্যামত। পুলিশ সদস্য ওয়াদুদ সন্যামত পিরোজপুর জেলায় কর্মরত। এ ঘটনায় পর সকাল সাড়ে ১০টায় বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে হামলাকারী পুলিশ সদস্যের বিচার দাবিতে বাজারে বিক্ষোভ মিছিল করেন। বাজারের বণিক সমিতির সভাপতি আশ্রাব মীর ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সদস্য ওয়াদুদের বিচার না হওয়া পর্যন্ত বাজারের সকল দোকান বন্ধ থাকবে। এর আগেও ওই পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে এসে একাধিক ব্যবসায়ীকে মারধর করেছে বলেও তিনি উল্লেখ করেন। টঙ্গীতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৩ মার্চ ॥ শুক্রবার ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী মিনিবাসে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ। ডাকাতদের পাকড়াও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা হচ্ছে- লক্ষ্মীপুর জেলার সিরাজুল ইসলাম সৈকত, পিরোজপুর জেলার আকাশ ওরফে আলামিন, নোয়াখালী জেলার রাজু, হবিগঞ্জ জেলার মহসিন, পটুয়াখালী জেলার স্বপন ও বাবুল চিশতি। আহত পুলিশরা হচ্ছেন- কনস্টেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত। বাঘায় পরিত্যক্ত কার উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার জোতরাঘব এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জোতরাঘব গ্রামের ‘রায়হান ডাকাতের’ বাড়ির সামনে থেকে পুলিশ এই কারটি উদ্ধার করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার সময় বাঘা থানা পুলিশের একটি দল জোতরাঘব এলাকায় প্রবেশ করে। এ সময় তারা রাস্তার পাশে থেকে সাদা রঙের (ঢাকা মেট্রো-ক-০৩-৯৯২১) টয়েটো প্রাইভেটকার দেখতে পান। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে কোন লোকজন না পাওয়ায় অবশেষে কারটি জব্দ করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায় স্থানীয় ডাকাত সর্দার রায়হানের বাড়ির পাশ থেকে কারটি উদ্ধার করা হয়। কোটি টাকার কারেন্ট জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ মার্চ ॥ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভোলার পার্শ¦বর্তী জেলা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজার থেকে এসব জাল জব্দ করা হয়। শুক্রবার দুপুরে জব্দকৃত এসব জাল ভোলায় এনে চর পোটকা কোস্টগার্ড অফিস এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা। সিলেটে ফের মাটি চাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার শারপিন টিলা এলাকায় মাটি চাপা পড়ে বৃহস্পতিবার রাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ইয়াকুব আলী (২২)। সে স্থানীয় নারাইনপুর গ্রামের রজব আলীর পুত্র। কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, সন্ধ্যা রাতে ট্রাক্টরযোগে পাথর পরিবহনের সময় গর্তের নিচে চাপা পড়ে ইয়াকুব। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। উল্লেখ্য, এ নিয়ে শারপিন টিলায় দেড় মাসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৩ জানুয়ারি টিলা সংলগ্ন আঞ্জু মিয়ার গর্তের মাটি ধসে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
×