ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নববধূ পুতুল হত্যার ফাঁসির আসামি আজও আটক হয়নি

প্রকাশিত: ০৪:২৫, ৪ মার্চ ২০১৭

নববধূ পুতুল হত্যার ফাঁসির আসামি আজও আটক হয়নি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী নববধূ শরীফা আক্তার পুতুল হত্যার চাঞ্চল্যকর মামলায় ফাঁসির আসামি শিকদার মাহমুদুল আলম (৩৫) আজও গ্রেফতার না হওয়ায় তার স্বজন ও সহপাঠিরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। নিহতের বাবা আবু দাউদ অবিলম্বে খুনী মাহমুদুল আলমকে গ্রেফতার করে মৃতুদ- কার্যকরের দাবি জানিয়েছেন। পুতুলকে নৃশংস হত্যার পর তার সহপাঠিরা ও বাগেরহাটের বিভিন্ন সংগঠন ঘাতক স্বামী মাহমুদুল আলমের বিচারের দাবিতে নানা কর্মসূচী পালন করে। প্রেমের পর ২০১৩ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের মাত্র ৩ দিনের মধ্যে পরকীয়া সন্দেহে পুতুলকে তার স্বামী মাহমুদুল জবাই করে হত্যা করে। নিহত শরীফা আক্তার পুতুল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের আবু দাউদের মেয়ে এবং ঢাকা ইডেন কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার ঘাতক স্বামী মাহমুদুল আলম একই গ্রামের শিকদার সামছুল আলমের ছেলে। পুতুল হত্যার ঘটনায় তার পিতা মামলা দায়ের করেন। মামলায় জামিনে ছাড়া পেয়ে মাহমুদুল পলাতক হয়। এ মামলায় ২০১৬ সালের ১২মে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান ঘাতক স্বামী মাহমুদুল আলমের ফাঁসির রায় ঘোষণা করেন।
×