ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় চার শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত

প্রকাশিত: ০৪:২৫, ৪ মার্চ ২০১৭

মাগুরায় চার শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ মার্চ ॥ মাগুরায় এক সপ্তাহে ৪ শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। ফলে অভিভাবকরা তাদের অসুস্থ শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন। শুক্রবার পর্যন্ত মাগুরা সদর হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে ১০০ শিশু ভর্তি রয়েছে । জানা যায়, এক সপ্তাহে মাগুরায় ৪ শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর আধুনিক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে । প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে। এছাড়া অনেকে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। ডাক্তারের চেম্বারে শিশুরোগীদের প্রচুর ভিড় দেখা যায়। সিরিয়াল দিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। আক্রান্ত শিশুদের বয়স ৩ মাস থেকে ৫ বছরের মধ্যে। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে । মাগুরা সদর হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে ১০০ শিশু ভর্তি রয়েছে । ফলে বেডের অনেক শিশুরোগীকে মেঝেতে থাকতে হচ্ছে । সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে তবে কেউ মারা যায়নি ।
×