ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃত্রিম সঙ্কট দেখিয়ে চড়া দামে সার বিক্রি

প্রকাশিত: ০৪:২৫, ৪ মার্চ ২০১৭

কৃত্রিম সঙ্কট দেখিয়ে চড়া দামে সার বিক্রি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ মার্চ ॥ জেলায় কৃত্রিম সঙ্কট দেখিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বিভিন্ন হাটে-বাজারে চড়া দামে ইউরিয়া সার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। তবে জেলা প্রশাসন বলছে, সারের কোন সঙ্কট নেই। যারা বেশি দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত ইউরিয়া সার প্রতি বস্তা ৮শ’ টাকার সার ডিলাররা ৮শ’ ২০ থেকে ৮শ’ ৪০ টাকা পর্যন্ত নিচ্ছে। কৃষি বিভাগ জানান, এবার সারের কোন সংকট নেই। বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় বাফার গুদামে ৯ হাজার ৭শ’ মে. টন ইউরিয়া মজুদ রয়েছে। সরেজমিনে সদর উপজেলা কচুবাড়ি বোর্ড অফিস বাজারে গিয়ে জানা গেছে, একটি সারের দোকানে কয়েকজন কৃষক ইউরিয়া ও টিএসপি সার ক্রয় করছে। তাদের মধ্যে ইদ্রিস ও সাইফুল নামে দুই কৃষক জানান, তারা প্রতি বস্তা ইউরিয়া ৮শ’ ২০ টাকা ও টিএসপি ১১শ’ ৭০ টাকায় কিনেছেন। দাম বেশি নেয়ার ব্যাপারে দোকানদার বাজারে সার সংকটের কারণ উল্লেখ করেন। এছাড়া জেলার বিভিন্ন খুচরা দোকানের চিত্র একই। আউলিয়াপুর এলাকার কৃষক সেরেকুল আলী জানান, ভুট্টার জন্য জমিতে ইউরিয়া দরকার কিন্তু প্রতি বস্তা সার ২০/৩০ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুলাল জানান, জেলায় কোন সারের সংকট নাই। কোন দোকানদার যদি সরকারী মূল্যের চেয়ে কৃষকদের কাছে বেশি টাকা নেয় তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
×