ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবহেলিত কুমিল্লা শহরের দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ০৪:২৩, ৪ মার্চ ২০১৭

অবহেলিত কুমিল্লা শহরের দক্ষিণাঞ্চল

সিটি কর্পোরেশন হওয়ার প্রথম দফায় কুমিল্লা নগরের কেন্দ্রে উন্নয়নের ছোঁয়া লাগলেও অবহেলিত রয়ে গেছে নগর দক্ষিণ এলাকা। সৌন্দর্য বর্ধন, প্রশস্ত রাস্তাসহ নানা বিষয় নজর কেড়েছে নগরবাসীর। আবার যানজট জলাবদ্ধতাসহ কয়েকটি বিষয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় অস্বস্তিতে অনেকেই। ভোটের আগে চাওয়া পাওয়ার এই ফারাক বুঝে ভোটারদের সিদ্ধান্ত নিতে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রথম মেয়াদ শেষে দ্বিতীয় দফা নির্বাচনের সরব এখন কুমিল্লা সিটি কর্পোরেশন। এই পাঁচ বছরে নগরে এসেছে অনেক পরিবর্তন। গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলোতে বসেছে বাহারি ফোয়ারা, ভাস্কর্য। বিনোদনের ব্যবস্থা, প্রশস্ত সড়ক, সুসজ্জিত ফুটপাথ সবই কুমিল্লাকে দিয়েছে আধুনিক নগরের পরিচিত। তবে মুদ্রার অপর পিঠে এখনে নগরের ছোঁয়া লাগেনি নগর দক্ষিণে। পাশাপাশি নগরবাসীর অভিযোগ জলাবদ্ধতা, মাদক, মশা আর যানজটের মতো সমস্যা এখনও ভোগাচ্ছে তাদের। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মেয়াদ শেষে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক থাকবেই। তবে সেই ব্যবধান মেপেই সিদ্ধান্ত নিতে হবে ভোটারদের। সেক্ষেত্রে জনগণের প্রয়োজন বুঝে কাজ করতে পারবে এমন মানুষকেই বেছে নিতে বলছেন তারা। Ñস্টাফ রিপোর্টার
×