ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপরিকল্পিত নগরায়নে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

প্রকাশিত: ০৪:২২, ৪ মার্চ ২০১৭

অপরিকল্পিত নগরায়নে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

স্টাফ রিপোর্টার ॥ অপরিকল্পিত নগরায়নে সৌন্দর্য হারাতে বসেছে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। কোন কিছুর তোয়াক্কা না করেই যত্রতত্র নির্মাণ করা হচ্ছে বহুতল হোটেল-মোটেল, স্টুডিও এ্যাপার্টমেন্টসহ নানা স্থাপনা। নগরবিদরা বলছেন, দেশের সবচেয়ে আকর্ষণীয় সৈকত শহরটিকে পরিকল্পিতভাবে সাজানো অত্যন্ত জরুরী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রতিনিয়তই আসছে পর্যটক। ছুটির দিন ছাড়াও বিভিন্ন দিবস ও উৎসবে লাখো পর্যটকের ঢল নামে ছোট্ট এই শহরে। লাখো পর্যটকের আবাসন চাহিদার কারণেই সাগরতীরে এরই মধ্যে তৈরি হয়েছে চার শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট। এখন তা কক্সবাজার শহর ছাড়িয়ে মেরিন ড্রাইভ সড়ক ধরে ইনানী পর্যন্ত পৌঁছেছে। আর যত্রতত্র নির্মাণযজ্ঞের ফলে দিন দিন পর্যটন শহরের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন পর্যটকরা। দেশের সবচেয়ে আকর্ষণীয় সৈকতের শহরকে পরিকল্পিতভাবে সাজানো অত্যন্ত জরুরী বলে জানালেন নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ। অবশ্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকার আহমেদ বলছেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী পর্যটন নগরী কক্সবাজারকে ঢেলে সাজানো হবে। কক্সবাজারকে পরিকল্পিত শহর করতে কক্সবাজারে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলেও, জনবলের অভাবে এখনও পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারেনি।
×