ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা জামানের ‘রং ঢং’

প্রকাশিত: ০৪:১৯, ৪ মার্চ ২০১৭

সেরা জামানের ‘রং ঢং’

স্টাফ রিপোর্টার ॥ বান্দরবানে নতুন চলচ্চিত্রের কাজ করে ঢাকায় ফিরেছেন ২০১৪ সালে ভিট টপ মডেল সেরা জামান। ‘রং ঢং’ নামের এ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আহসান সারোয়ার। এতে তার বিপরীতে আছেন আরমান পারভেজ মুরাদ। এ প্রসঙ্গে সেরা জামান বলেন, চলচ্চিত্রে আমার চরিত্রের নাম প্রাপ্তি। খুব সহজ ও হাসিখুশি একটি মেয়ে। একদিন আমি জানতে পারি আমার বাবা একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন এবং এটি পরিচালনা করবেন আমার মনের মানুষ। আর সেই মনের মানুষ রবিনের চরিত্রে অভিনয় করেছেন মুরাদ ভাই। চলচ্চিত্রটির কাজ উপভোগ করেছি। এ প্রসঙ্গে পরিচালক আহসান সারোয়ার বলেন, চলচ্চিত্রের এই চরিত্রটি ফুটিয়ে তোলা সেরার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। চলচ্চিত্রে সেরাকে একসঙ্গে তিনটি রূপে দেখা যাবে। চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই সবকিছু নিয়েই অনেক সময় নিয়ে স্টাডি করেছেন সেরা এবং চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরই মধ্যে ‘রং ঢং’ চলচ্চিত্রের কাজ শেষ পর্যায়ে। এ বছরই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। মুন্সীগঞ্জ, পানাম সিটি, কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ বেশকিছু জায়গায় এ চলচ্চিত্রের শূটিং হয়েছে। চলচ্চিত্রে সেরা জামানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ব্যাক শাইন প্রোডাকশন হাউস প্রযোজিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, শামিম বুলেট, রোমান্স। ‘রং ঢং’ ছাড়াও সেরা জামান ‘৭১ এর নিশান’ ও ‘লাল সবুজের সুর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
×