ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’

প্রকাশিত: ০৪:১৯, ৪ মার্চ ২০১৭

মুক্তি পাচ্ছে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও নবাগাতা ক্যামেলিয়া রাঙা অভিনীত চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ চলচ্চিত্রটি আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। পরিচালনার পাশাপাশি এর সংলাপ, কাহিনী ও চিত্রনাট্য করেছেন তিনি। জাদুকাঠি মিডিয়ার প্রযোজনায় এ চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, নাজির মাহমুদ এবং অভিনেতা ফজলুর রহমান বাবু। চলচ্চিত্রে ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া রাঙা ছাড়া আরও অভিনয় করেছেন মাহমুদ, শাহাদৎ হোসেন, মহসিন, শিমুল খান, শিরিন আলম, আল-আমিন, পলি প্রমুখ। এ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে বেশ প্রশংসা করেছেন। আশা করছি দর্শকরাও এটি পছন্দ করবেন। ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ চলচ্চিত্রে নুরু মিয়া চরিত্রে ফজলুর রহমান বাবু এবং বিউটি ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন ক্যামেলিয়া রাঙা। চলচ্চিত্রটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, বাস্তব জীবনের গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, দর্শকরা চলচ্চিত্র বেশ উপভোগ করবেন। অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা বলেন, এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। বাবু ভাইয়ের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আর চলচ্চিত্রের কাহিনী অনেক স্পর্শকাতর। আমার বিশ্বাস, সব শ্রেণীর দর্শক চলচ্চিত্রটি উপভোগ করবেন। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে অলস নুরু মিয়া কাজ না করে বেঁচে থাকার উপায় হিসেবে বেছে নেয় ভিক্ষাবৃত্তি। গ্রামে তার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ভিক্ষার প্রয়োজনে দেশের যে প্রান্তেই সে যাক সেখানেই সে একটি করে বিয়ে করে। এটা তার এক ধরনের নেশায় পরিণত হয়। বেশ ভালই কাটছিল নুরু মিয়ার জীবন, কিন্তু হঠাৎ অসুখে পড়ে দু’পায়ের শক্তি হারায় নুরু মিয়া। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে সে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে নতুন চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার।’
×