ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্য রকম

প্রকাশিত: ০৪:১৮, ৪ মার্চ ২০১৭

অন্য রকম

যৌতুকের অর্থ ফেরত ভারতে যদিও যৌতুক নেয়া বেআইনী, তবুও পণের দাবিতে গৃহবধূর ওপরে অত্যাচারের ঘটনা নিয়মিতই শোনা যায়। কিন্তু সেদেশেরই একটি প্রত্যন্ত অঞ্চলে এখন ঘটছে পুরো বিপরীত ঘটনা। পিছিয়ে থাকা রাজ্য বলে পরিচিত ঝাড়খ-ের একটা অঞ্চলে বিয়ের সময় যৌতুক হিসেবে যে অর্থ নিয়েছিল পাত্রপক্ষ, এখন সেই টাকাই তারা ফিরিয়ে দিচ্ছে কনে পক্ষকে। ঝাড়খ- রাজ্যের পালামৌতে এই প্রক্রিয়া বছরখানেক ধরে চলছে, এর মধ্যেই প্রায় আট শ’ মুসলমান পরিবার ছেলের বিয়ের সময়ে নেয়া বরপণ ফিরিয়ে দিয়েছে পুত্রবধূর পরিবারকে। যার পরিমাণ প্রায় ৬ কোটি রুপী। মুসলমান পরিবারগুলোকে দেখে ওই অঞ্চলের অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও যৌতুক ফেরানো শুরু হয়েছে। -বিবিসি শিশুদেরও স্পা! ইন্দোনেশিয়ায় ধনী পরিবারগুলো ফ্যাশন আর রূপচর্চায় বছরে বিশাল অংকের অর্থ ব্যয় করে। যেখানে দেশটি ন্যূনতম মজুরি দুই শ’ মার্কিন ডলার, সেখানে অনেক ধনী পরিবার এর পুরোটাই খরচ করে বিউটি পার্লারে। বিউটি পার্লারগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়ায় স্পা ব্যবসাও বেশ লাভজনক। বছরে এই খাতে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়। সম্প্রতি দেশটিতে শিশুদের স্পা’র ব্যবস্থা চালু করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে কেবল শিশুদেরই স্পা’র ব্যবস্থা রয়েছে। তিন বছরের জেসমিনকে তার মা সপ্তাহে একদিন স্পা সেন্টারে নিয়ে আসেন। এর জন্য প্রতি মাসে তার খরচ হয় ২০০ মার্কিন ডলার। আরেক নারী জানান, তার সন্তানের বয়স যখন ছয় মাস তখন থেকেই তিনি তাকে স্পা সেন্টারে নিয়ে আসেন। নিয়মিত স্পা করালে তার শিশুটি নাকি রাতে কান্নাকাটি করে না, আরাম করে ঘুমাতে পারে। -বিবিসি দিল্লী থেকে মুম্বাই ৫৫ মিনিটে পাখির মতোই এবার দিল্লী থেকে মুম্বাইয়ে উড়ে যাওয়া যাবে মাত্র ৫৫ মিনিটে। বিশেষ এ ট্রেনের নাম ‘হাইপারলুপ ট্রেন’। এখনও পর্যন্ত বিমানে চড়েও ওই দূরত্ব অত কম সময়ে পেরোনো যায় না। ওই ট্রেন চালুর ব্যাপারে মঙ্গলবার ভারতের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হাইপারলুপ-ওয়ান সংস্থার বৈঠক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওই ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্যে দিয়ে, যাতে কোন বাতাস থাকবে না। বাতাস না থাকায় সামনের দিকে এগোতে গেলে বায়ুম-লের কোন বাধা থাকে না বলে ট্রেন অত দ্রুতগতিতে ছুটতে পারে। তাই এটাকে বলা হয় হাইপারলুপ ট্রেন। ওই ট্রেনে ব্যাঙ্গালুরু থেকে চেন্নাই ৩৩৪ কিলোমিটার পথ পেরোতে সময় লাগবে ২০ মিনিট। -আনন্দবাজার পত্রিকা অপরিণত বয়সে জন্মেও... ব্রিটেনের এক নারী গর্ভকালের মাত্র পাঁচ মাসেই জন্ম দেন একটি কন্যা শিশুর। জন্মের সময় তার ওজন হয় মাত্র ছয় শ’ নয় গ্রাম। শরীরের চামড়া পাতলা হওয়ায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রক্তপাত শুরু হতো। অন্ত্রের সমস্যায় ভোগার কারণে বেঁচে থাকার আশা ছিল না। ছয়দিন বয়সে শিশুটির মা-বাবার অনুমতি নিয়ে অস্ত্রোপচার করার পর সে এখন সম্পূর্ণ সুস্থ। -ওয়েবসাইট পাতিহাঁসের বিয়ে! যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের ওয়েস্টন এলিমেন্টারি স্কুলে হয়ে গেলো জমজমাট এক বিয়ে। রীতিমতো কার্ড ছাপিয়ে দাওয়াত দিয়ে অতিথি আপ্যায়ন করা হলো। এ বিয়ের আয়োজন করে স্কুলের শিক্ষার্থীরা। সেখানে কোন বাল্যবিয়ে হয়নি। মূলত একজোড়া পাতিহাঁসের বিয়ে হয়েছে স্কুল কম্পাউন্ডে। পরুষ হাঁসটির নাম প্লামটি, স্ত্রী হাঁসের নাম পিয়েরে। স্কুল ভবনের ভেতরেই হাঁসদুটি বড় হয়েছে। স্কুল শিশুদের উৎসাহেই এই বিয়ের আয়োজন। সে আয়োজনে শামিল স্কুল শিক্ষকরাও। আয়োজনে কোন কমতি ছিল না। -এবিসি নিউজ
×