ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়াবে মিসর ॥ জেনারেল সিসি

প্রকাশিত: ০৪:১৭, ৪ মার্চ ২০১৭

সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়াবে মিসর ॥ জেনারেল সিসি

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস সিসি। তিনি বলেছেন, তার দেশ ঐক্যবদ্ধ সিরিয়া দেখতে চায় এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতার ফলে গত ছয় বছর ধরে দামেস্ক যে ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে রাজনৈতিক উপায়ে তার সমাধান দেখতে চায় কায়রো। খবর ইরনার। জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে বৃহস্পতিবার কায়রোয় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় সিসি সিরিয়া ইস্যুতে মিসরের অবস্থান তুলে ধরে বলেন, সিরিয়ার চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধান এবং পুনর্গঠন চাই আমরা। আমরা সিরিয়ার জনগণকে সন্ত্রাসীদের মুখে ছেড়ে দিতে চাই না। মধ্যপ্রাচ্যে সন্ত্রসাবাদে মদদ দেয়ার বিরুদ্ধে সুস্পষ্ট এবং দৃঢ় অবস্থান নেয়ার জন্য মিসরের প্রেসিডেন্ট এ্যাঞ্জেলার প্রতি আহ্বান জানান। এর আগে, গত অক্টোবর মাসে সিরিয়া সরকার এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়ার জন্য মিসরের প্রতি আহ্বান জানায়।
×