ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে এফবিআই তদন্ত

দায়িত্বে থাকছেন না জেফ সেশনস

প্রকাশিত: ০৪:১৫, ৪ মার্চ ২০১৭

দায়িত্বে থাকছেন না জেফ সেশনস

নবনিযুক্ত মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে এফবিআইয়ের তদন্ত কাজে নিজেকে জড়াবেন না। এদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে তাদের কোন ধরনের যোগসূত্র আছে বা ছিল এ ধরনের বিতর্কের অবসান ঘটাতে চায়। খবর এএফপির। নির্বাচনী প্রচারাভিযান যখন তুঙ্গে, সে সময় জেফ সেশনস দু’বার রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেন এবং বিষয়টি তিনি তার নিয়োগ লাভের আগে সিনেটের কাছে বেমালুম অস্বীকার করে গেছেন, তাই তার পদত্যাগ করা উচিত বিরোধী দলের এমন দাবির মুখে জেফ সেশনস জোর গলায় বলছেন, তিনি অন্যায় কিছু করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতি নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে বলেছেন, জেফের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। নির্বাচনের সময় একজন সিনেটর হিসেবে জেফ সেশনস ট্রাম্পের পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করেন। একই সঙ্গে নিজেকে বাঁচাবার জন্য কায়দা করে এ কথাও বলেন, সেশনস ও রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের মধ্যে যোগাযোগের বিষয়টি তার জানা ছিল না। তবে ডেমোক্র্যাটদলীয় শীর্ষ নেতারা ঘটনা প্রবাহ সম্পর্কে সেশনস-এর বক্তব্য আমলে না নিয়ে শপথ ভঙ্গের অভিযোগে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেয়ার জন্য মস্কো কারসাজি করেছিল বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট করেছিল, সে বিষয়ে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটদের ধারণা, সুষ্ঠু তদন্ত হলে নির্বাচনের সময় ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে মস্কোর যোগাযোগ কতটা গভীর ছিল তা বেরিয়ে আসবে। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচনী কর্মকা- নিয়ে কোন আলোচনা হয়নি বলে জেফ সেশনস যে দাবি করেছেন তা সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য বলে কংগ্রেস গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য এ্যাডাম শিফ মন্তব্য করেছেন। এ্যাডাম শিফ তার বিবৃতিতে বলেন, ট্রাম্পের পক্ষে কাজ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার রুশ তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট। তার মতে, এ ব্যাপারে জেফ সেশনস আত্মপক্ষ সমর্থন করে যা বলছেন, তা হয় অর্বাচীন সুলভ, না হয় প্রতারণামূলক কাজ। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদলীয় সদস্যরা যে দাবি করেছিলেন এ্যাডাম শিফ তার পুনরুল্লেখ করে বলেন, ‘আমি বিরক্তিকর’ এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত। ডেমোক্র্যাটদের বক্তব্য যাই হোক না কেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তার বিশ্বস্ত জেফ সেশনসকে অত্যন্ত সৎ বক্তি বলে সাফাই গেয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা বাস্তবতা বর্জিত হয়ে ভিন্ন মতাবলম্বীদের ওপর আক্রমণ করে তাদের মনের ঝাল মেটাতে চাচ্ছে। এদিকে প্রায় দু’সপ্তাহ আগে নিউইয়র্ক টাইমস স্থানীয় গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, নির্বাচনের আগে গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের তিনজন নির্বাচনী কর্মকর্তা রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। হোয়াইট হাউস থেকে এই রিপোর্টকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বলা হয়েছে, এসব ট্রাম্প প্রশাসনকে হেয় করার জন্য ডেমোক্র্যাট ও গণমাধ্যমের অপপ্রচার। মার্কিন রাজনীতিতে রুশ প্রভাব কতটুকু এবং কত গভীরে এর শেকড় প্রোথিত তা জানার জন্য সে দেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং এফবিআই কর্মকর্তারা উঠে পড়ে লেগেছেন। তারা জানতে চান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যেখানে এই নির্বাচনী প্রক্রিয়া প্রভাবান্বিত করার জন্য সরাসরি জড়িত হয়ে পড়েছিলেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী তৎপরতা কি কোন ধরনের ষড়যন্ত্র বা গোপন চুক্তিতে বাধা পড়ে গেছে? কিন্তু এ নিয়ে গঠিত গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন মোটেই নিরপেক্ষ হবে না বলে ডেমোক্র্যাটরা হতাশা প্রকাশ করেছেন। কেননা ইতোমধ্যেই খবর বেরিয়েছে, হোয়াইট হাউস থেকে এফবিআই ও সিআইয়ের রিপোর্ট প্রভাবিত করার জন্য দু’জন রিপাবলিকান সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। আর বিতর্কিত এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস তো রয়েছেনই। সবাই জানে তার নির্দেশের বাইরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কিছুই করতে পারবে না।
×