ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বিএসএমএমইউ’র উপাচার্যের

প্রকাশিত: ০৪:১৪, ৪ মার্চ ২০১৭

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বিএসএমএমইউ’র উপাচার্যের

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। তিনি বলেন, দেশে কিডনি রোগে আক্রান্তদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আর কিডনি বিকল রোগীদের জন্য কিডনিদাতার সঙ্কটও প্রকট হয়ে উঠেছে। কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ মোট রোগীদের মাত্র শতকরা ২ ভাগ রোগীর কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হয়। অন্যরা নিজেদের মতো চেষ্টা করে রোগী নিয়ে বিদেশে পাড়ি জমান। বাকিরা ডায়ালাইসিস দিয়ে বাঁচার চেষ্টা করে থাকেন। টাকা দিয়েও কিডনি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এভাবে ব্যয়বহুল চিকিৎসা, উন্নত চিকিৎসার সীমাবদ্ধতা এবং অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনের জটিলতার কারণে শত শত কিডনি বিকল রোগী অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিশ^ কিডনি দিবস সামনে রেখে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কিডনি এওয়ারনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
×