ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ভগ্নিপতিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৪:১৩, ৪ মার্চ ২০১৭

রাজশাহীতে ভগ্নিপতিকে  প্রকাশ্যে ছুরিকাঘাতে  হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পারিবারিক কলহের জের ধরে রাজশাহী নগরীতে রনি নামের এক যুবকের প্রকাশ্যে ছুরিকাঘাতে ছোট বোনের স্বামী (ভগ্নিপতি) খুন হয়েছে। নিহতের নাম বিপ্লব হোসেন। শুক্রবার বিকেলে নগরীর কাজলায় কেডি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন (২৮) একই এলাকার রশাদ আলীর ছেলে। অভিযুক্ত রনির বাড়িও একই এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। পুলিশ ও প্রতিবেশীরা জানায়, রনি ও বিপ্লব দীর্ঘদিনের বন্ধু ছিলেন। প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বিকেলে বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। রনি পালিয়ে গেলে স্থানীয়রা বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। নিহত বিপ্লবের মরদেহের ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আর অভিযুক্ত রনিকেও আটকের চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে রনি পলাতক রয়েছে।
×