ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৪:১৩, ৪ মার্চ ২০১৭

দলীয় সরকারের অধীনে নির্বাচনে  অংশ নেবে না  বিএনপি ॥  গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। নির্দলীয় সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর রায় বলেন, প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে সে নির্বাচনে বিএনপি যাবে না। অপর এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেন, নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোন প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না। গয়েশ্বর রায় বলেন, সরকারী দল নিজেরা ভোট চাইছে, অন্যদিকে বিএনপিকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। তিনি বলেন, সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচী আসবে। সে কর্মসূচীতে বাধা দেয়া হলে আরও কঠিন কর্মসূচী আসতে পারে। এ সময় গয়েশ্বর রায়ের সঙ্গে উপস্থিত ছিলেনÑ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল খান, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সাধারণ সম্পাদক মিলন মেহেদী প্রমুখ। নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি নির্বাচনের ফাঁদে পা দেবে নাÑ খন্দকার মাহবুব ॥ নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি কোন প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘জাতীয়তাবাদী সংগ্রামী দল’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মাহবুব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশনের যত ক্ষমতাই থাকুক, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সর্বদলীয় সরকার থাকবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। খন্দকার মাহবুব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচনে বিএনপি পা দেবে না। আয়োজক সংগঠনের সভাপতি ফারহানা জাহান নীপার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের নির্বাহী কমিটির সদস্য শাহ মোঃ আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। নূরুল হুদার দলীয় চেহারা ফুটে উঠছেÑ রিজভী ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার মধ্যে দলীয় চেহারা ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি ঘোষিত দেশব্যাপী অবস্থান কর্মসূচী পালনকালে বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। রাজশাহী, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশী হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী আহত হয়। এছাড়া বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। শান্তিপূর্ণ এ কর্মসূচীতে ন্যক্কারজনক পুলিশী হামলার নিন্দা জানাচ্ছি, সেই সঙ্গে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করছি। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেও বলেছি, বর্তমান নির্বাচন কমিশনও সাবেক সিইসি রকীবউদ্দিনের পথ ধরেই অগ্রসর হচ্ছে। দিন যত যাচ্ছে ততই বর্তমান সিইসির দলীয় চেহারাটা ফুটে উঠছে। রকীবউদ্দিন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিল, ঠিক সেভাবেই বর্তমান কমিশনও নির্লজ্জের মতো সেটাই অনুসরণ করছে।
×