ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু, দুই নারীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৩, ৪ মার্চ ২০১৭

অটোরিক্সার ধাক্কায় শিশুর  মৃত্যু, দুই নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। পৃথক স্থানে এক কলেজছাত্রীসহ দুই নারী আত্মহত্যা করেছে। এছাড়া পুরান ঢাকার কোতোয়ালিতে আট হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় শরিফ মিয়া (৭) নামে এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আব্দুল মতিন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে। আশকোনার হাজি ক্যাম্প এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত শরিফ। নিহতের বাবা দিনমজুর আব্দুল মতিন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বাসার সামনের রাস্তায় খেলছিল ছেলে শরিফ। এ সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। পরে লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই নারীর আত্মহত্যা ॥ রাজধানীর মিরপুর ও খিলগাঁও এলাকা থেকে এক কলেজ ছাত্রীসহ দুই নারী আত্মহত্যা করেছে। পরে পুলিশ দু’জনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে পুলিশ রাজধানীর মিরপুর পশ্চিম শ্যাওড়াপাড়ার ৫৩ নম্বর ভবন থেকে ইসতেফা জান্নাত রাখি (২১) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাখি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। তার বাবা সিএনজিচালিত অটোরিক্সাচালক কবির হোসেন। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। নিহতের বাবা কবির হোসেন জানান, তিন দিন আগে রাখির মা তার ছোট মেয়ে মিমকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাখিকে একা রেখে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় থেকে অটোরিক্সা নিয়ে বের হন। রাত সোয়া ১১টার দিকে বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি রাখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেনি। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, পারিবারিক কোন সমস্যা অথবা প্রেম ঘটিত কোন কারণে রাখি আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে একইদিন গভীর রাতে পুলিশ খিলগাঁও গোলার বাড়ি এলাকার একটি বাসা থেকে ফাতেমা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে পুলিশ তার লাশের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়। মৃত ফাতেমার স্বামীর নাম জনি মিয়া। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামে। খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, স্বামী জনি মিয়াকে নিয়ে খিলগাঁও গোলার বাড়ির একটি বাসায় ভাড়া থাকত ফাতেমা। পারিবারিক কলহের জের ধরে ফাতেমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইয়াবাসহ গ্রেফতার এক মাদক বিক্রেতা ॥ পুরানা ঢাকার কোতোয়ালি বিক্রমপুর গার্ডেন সিটি এলাকায় থেকে আট হাজার পিস ইয়াবাসহ আল আমিন (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি টিম বিক্রমপুর গার্ডেন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব-১০ এর মেজর জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আল আমিন ও তার ভাই ইয়ামিন সেখানে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হলেও তার ভাই ইয়ামিন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে।
×