ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিস্যু ব্যাংকিং গবেষণায় সহায়তা দেবে সরকার

প্রকাশিত: ০৯:০৯, ৩ মার্চ ২০১৭

টিস্যু ব্যাংকিং গবেষণায় সহায়তা দেবে সরকার

স্টাফ রিপোর্টার ॥ টিস্যু ব্যাংকিং গবেষণার প্রসার ও উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এ মন্তব্য করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, টিস্যু ব্যাংকিং গবেষণার প্রসার ও উন্নয়নে সহযোগিতা বাড়ানো হবে। বাড়ানো হবে ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং এ্যান্ড বায়োমেটিরিয়াল রিসার্চের সক্ষমতা। যাতে এদেশের সাধারণ মানুষ টিস্যু প্রতিস্থাপনের চিকিৎসাসেবা সহজে এবং কম খরচে পেতে পারেন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে (বাপশক) ‘বাংলাদেশ টিস্যু ব্যাংকিং কার্যক্রম’ শীর্ষক এক সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. আলেয়া বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হক এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী। টেকনিক্যাল বোর্ড পরিচালিত মেডিক্যাল টেকনোলজি কোর্স বন্ধের দাবি ॥ টেকনিক্যাল শিক্ষা বোর্ড পরিচালিত মেডিক্যাল টেকনোলজি কোর্স বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন (বিএমটিএ)। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএমটিএ এ দাবি করে। সরকারী চাকরিতে নিয়োগ শুরু, বেসরকারী চাকরিতে নীতিমালা এবং বেতন কাঠামোর প্রণয়নেরও দাবি সংগঠনটি। সংবাদ সম্মেলনে বিএমটিএর সদস্য শহীদুল ইসলাম বলেন, নতুন ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানান শহীদুল ইসলাম।
×