ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় তিন মামলা

প্রকাশিত: ০৯:০৯, ৩ মার্চ ২০১৭

গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় তিন মামলা

স্টাফ রিপোর্টার ॥ পরিবহন ধর্মঘটের সময় গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। পুলিশের তরফ থেকে দুটি এবং এক নারী পথচারী অপর মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৪২ জন ছাড়াও অজ্ঞাত ১২ শ’ জনকে আসামি করা হয়েছে। পুলিশ কয়েকজনকে আটক করেছে। মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাসচালকের যাবজ্জীবন সাজা দেন আদালত। এ ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুইদিন পরিবহন ধর্মঘট চলে। সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও শ্রমিক নেতারা কর্মসূচী বহাল রাখেন। এসব ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় তিনটি পৃথক মামলা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, তিন মামলায় এজাহারনামীয় ৪২ জন আসামির নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে অন্তত ১২ শ’ জনকে আসামি দেখানো হয়েছে মামলায়। এর মধ্যে দুটি মামলার বাদী দারুসসালাম থানার এস আই মোঃ জুবায়ের ও এস আই বিশ্বজিৎ পাল। অন্য মামলাটি করেছেন ফেরদৌসী (৩০) নামের মোহাম্মদপুর এলাকার এক বাসিন্দা। পুলিশের করা একটি মামলায় সরকারী কাজে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। আর ফেরদৌসীর করা তৃতীয় মামলায় মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। ধর্মঘটে নাশকতার মামলায় সাত শ্রমিক রিমান্ডে ॥ কোর্ট রিপোর্টার জানান, পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে নাশকতার অভিযোগের মামলায় ৭ পরিবহন শ্রমিকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামিরা হলেন রফিকুল, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বি, আলামিন ও এনামুল। তারেক-মিশুক নিহত হওয়ার মামলায় গত ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত ড্রাইভার জামিরের যাবজ্জীবন কারাদ-ের রায় দেন। রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অবরোধের ডাক দিলে গত ১ মার্চ গাবতলীর তিন রাস্তা মোড়ে আসামিরা টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়, পুলিশের এপিসি গাড়ির ক্ষতিসাধন করে হত্যার উদ্দেশ্যে মারধর করে। ওই ঘটনায় দারুসসালাম থানার উপ-পরিদর্শক বিশ্বজিত পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক যোবায়ের আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ ছবির শূটিংস্পট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কে জোকা এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন। আহত হন আরও ৩ জন।
×