ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘জবাবদিহি নিশ্চিতে সক্রিয় নাগরিক অংশগ্রহণ প্রয়োজন’

প্রকাশিত: ০৯:০৬, ৩ মার্চ ২০১৭

‘জবাবদিহি নিশ্চিতে সক্রিয় নাগরিক অংশগ্রহণ প্রয়োজন’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নগর উন্নয়নে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতে জবাবদিহি-সহায়ক ব্যবস্থার কাঠামো নিজ উদ্যোগে গড়ে তুলতে হবে। নগর উন্নয়নে উর্ধগামী জবাবদিহিতায় কার্যক্ষেত্রে বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠানের উপস্থিতির পাশাপাশি নিম্নগামী জবাবদিহিতা নিশ্চিতে সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় উপস্থিত বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন। সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টিআইবির ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় ‘দুর্নীতি ও শাসনকার্যে উদ্ভাবনী গবেষণা ২০১৫-২০১৯’ শীর্ষক টিআইবি গবেষণা ফেলোশিপের আওতায় পরিচালিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা : খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং যশোর পৌরসভার ওপর একটি কেস স্টাডি’ শীর্ষক গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান।
×