ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল ॥ উপাচার্য

প্রকাশিত: ০৮:২৮, ৩ মার্চ ২০১৭

ঢাবিতে পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল ॥ উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে এবং তৎকালীন ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল। এই সময়ই বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। নতুন প্রজন্মকে দেশপ্রেম ও চেতনা জাগ্রত করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবসসমূহ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় পতাকা দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপাচার্য জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
×